ঢাকা , শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

প্রতারণা মামলায় আটক, টাকা ফেরতের প্রতিশ্রুতিতে জামিন পেলেন নির্মাতা দেবাশীষ

  • পোস্ট হয়েছে : ০১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
  • 115

বিনোদন ডেস্ক: প্রতারণা মামলায় প্রথমে গ্রেফতার হয়ে পরবর্তীতে টাকা ফেরত দেয়ার শর্তে জামিন পেয়েছেন চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাস। আগামী শুক্রবার উল্লেখিত টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিলে তাকে জামিন দেন আদালত।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) দেবাশীষ বিশ্বাস আদালতে আত্মসমর্পণ করে তার বিরুদ্ধে হওয়া প্রতারণা মামলা থেকে জামিন আবেদন করেছিলেন। এসময় ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান নূর তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরে আইনজীবী খন্দকার মুহিবুল হাসান আপেলের মাধ্যমে চুক্তি অনুযায়ী নেয়া টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতিতে জামিন আবেদন করেন দেবাশীষ। সেই শর্তে তার জামিন মঞ্জুর করেছেন আদালত।

জানা যায়, ২০১৯ সালের ৩০ জুলাই বাণিজ্যিক শর্তে পিএনটিভি ইউটিউব চ্যানেলের মালিক লিটন সরকার ইমন দেবাশীষ বিশ্বাসের মা গায়ত্রী বিশ্বাস প্রযোজিত চারটি বাংলা চলচ্চিত্র- ‘মায়ের মর্যাদা’, ‘শুভ বিবাহ’, ‘অপেক্ষা’ এবং ‘অজান্তে’ ইউটিউব চ্যানেলে প্রচার করতে ৬০ বছরের জন্য ১ লাখ ৪০ হাজার টাকায় কিনে নেন।

তিনি ছবিগুলো ইউটিউব চ্যানেলে আপলোড করলে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ চ্যানেল বন্ধ করে দেয়। কারণ ২০১৭ সালে এ চারটি চলচ্চিত্র অন্য ব্যক্তির কাছে বিক্রি করেন দেবাশীষ বিশ্বাস। আর তারা ছবিগুলো কিনে নিয়ে ইউটিউবে আগেই আপলোড করেছিল। ফলে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নতুন করে ছবিগুলো আপলোড করার পর লিটন সরকার ইমনের চ্যানেল বন্ধ করে দেয়।

ওই ঘটনায় ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে লিটন সরকার ইমন বাদী হয়ে দেবাশীষ বিশ্বাসের নামে প্রতারণার মামলা করেন।

বিজনেস আওয়ার/২৮ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

প্রতারণা মামলায় আটক, টাকা ফেরতের প্রতিশ্রুতিতে জামিন পেলেন নির্মাতা দেবাশীষ

পোস্ট হয়েছে : ০১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০

বিনোদন ডেস্ক: প্রতারণা মামলায় প্রথমে গ্রেফতার হয়ে পরবর্তীতে টাকা ফেরত দেয়ার শর্তে জামিন পেয়েছেন চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাস। আগামী শুক্রবার উল্লেখিত টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিলে তাকে জামিন দেন আদালত।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) দেবাশীষ বিশ্বাস আদালতে আত্মসমর্পণ করে তার বিরুদ্ধে হওয়া প্রতারণা মামলা থেকে জামিন আবেদন করেছিলেন। এসময় ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান নূর তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরে আইনজীবী খন্দকার মুহিবুল হাসান আপেলের মাধ্যমে চুক্তি অনুযায়ী নেয়া টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতিতে জামিন আবেদন করেন দেবাশীষ। সেই শর্তে তার জামিন মঞ্জুর করেছেন আদালত।

জানা যায়, ২০১৯ সালের ৩০ জুলাই বাণিজ্যিক শর্তে পিএনটিভি ইউটিউব চ্যানেলের মালিক লিটন সরকার ইমন দেবাশীষ বিশ্বাসের মা গায়ত্রী বিশ্বাস প্রযোজিত চারটি বাংলা চলচ্চিত্র- ‘মায়ের মর্যাদা’, ‘শুভ বিবাহ’, ‘অপেক্ষা’ এবং ‘অজান্তে’ ইউটিউব চ্যানেলে প্রচার করতে ৬০ বছরের জন্য ১ লাখ ৪০ হাজার টাকায় কিনে নেন।

তিনি ছবিগুলো ইউটিউব চ্যানেলে আপলোড করলে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ চ্যানেল বন্ধ করে দেয়। কারণ ২০১৭ সালে এ চারটি চলচ্চিত্র অন্য ব্যক্তির কাছে বিক্রি করেন দেবাশীষ বিশ্বাস। আর তারা ছবিগুলো কিনে নিয়ে ইউটিউবে আগেই আপলোড করেছিল। ফলে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নতুন করে ছবিগুলো আপলোড করার পর লিটন সরকার ইমনের চ্যানেল বন্ধ করে দেয়।

ওই ঘটনায় ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে লিটন সরকার ইমন বাদী হয়ে দেবাশীষ বিশ্বাসের নামে প্রতারণার মামলা করেন।

বিজনেস আওয়ার/২৮ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: