ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

‘গ্যাস সংকটে বিপর্যস্ত টেক্সটাইল শিল্প’

  • পোস্ট হয়েছে : ১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
  • 127

বিজনেস আওয়ার প্রতিবেদক: তীব্র গ্যাস সংকটের কারণে বিপর্যস্ত টেক্সটাইল শিল্প। টেক্সটাইল খাত পরিত্যক্ত শিল্পে পরিণত হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিটিএমএর কারওয়ান বাজার অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শওকত আজিজ রাসেল বলেন, কোভিড ও তার পরবর্তী দুই বছর কাজ না থাকার পরও শ্রমিকের বেতন দিয়ে যেতে হয়েছে। বর্তমানে গ্যাস সংকটের কারণে ৩০ শতাংশ সক্ষমতা নিয়ে এই শিল্প চলছে।

সরকারের পর্যাপ্ত পলিসি সাপোর্ট না থাকায় এই অবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, যে টাকা পাচার হয়েছে তার অন্তত ১০ শতাংশ ইনসেনটিভ হিসেবে দেওয়া হয়, তবে এই শিল্প ঘুরে দাঁড়াতে পারবে। এই মুহূর্তে বিশ্বব্যাপী বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ভাবমূর্তি সংকট সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন।

তিনি আরও বলেন, গ্যাসের সরবরাহ নিশ্চিত করার শর্তে দাম বাড়ানোর কথা বলেও ১৮ মাস পর এলএনজি আমাদানি করা হয়। অথচ এই সময়ে অতিরিক্ত দাম আদায় করা হয়েছে।

শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, এই মুহূর্তে কিছু বহিরাগতদের ইন্ধনে অসন্তোষ হচ্ছে। পুলিশ বাহিনীকে অনুরোধ করে অতীতে যেভাবে সরকারকে রক্ষা করতে ভূমিকা রেখেছেন এবার শিল্পকে বাঁচাতে আপনাদের সে ধরনের ভূমিকা দেখতে চাই। টেক্সটাইল খাতের ব্যাংকঋণগুলো পুনঃতফসিল করার অনুরোধ করেন তিনি।

শ্রমিকদের বেতন দিতে সরকার ঘোষিত স্বল্পসুদের ঋণের টাকা এখনো ৯০ শতাংশ কারখানা পায়নি বলে অভিযোগ করেন বিটিএমএর সহ-সভাপতি আবুল কালাম।

তিনি বলেন, অথচ শ্রমিকদের মাঝে গুজব আছে সরকার তাদের ফ্রিতে এই টাকা দিচ্ছে। বিটিএমএর পরিচালক মোশারফ হোসেন বলেন, বিগত সরকারের আমলে গ্যাসের দাম বেড়েছে প্রায় চারগুণ। ব্যাংকগুলোর সহযোগিতা না পেলে আগামীতে ব্যবসা করা সম্ভব হবে না।

বিটিএমএর পরিচালক খোরশেদ আলম বলেন, চার কারণে শ্রমিক অসন্তোষ হচ্ছে- কিছু কারখানায় বেতনের সমস্যা ছিল, ঝুট ব্যবসা দখল করা নিয়ে দুই গ্রুপ, বিদেশিদের ইন্ধন ও স্থানীয় কিছু রাজনৈতিক নেতা।

পার্শ্ববর্তী দেশ থেকে ১০০০ কোটি টাকার কাপড় ঢুকছে দেশে অভিযোগ করে তিনি বলেন, পাথর আমদানির আড়ালে ট্রাকে করে এসব কাপড় আনা হচ্ছে। এজন্য সড়কপথে পণ্য আমদানি বন্ধের দাবি করেন তিনি।

বিটিএমএর সহসভাপতি সালেহুজ্জামান জিতু বলেন, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে সুতা ডাম্পিং করছে। ভুলতা-গাউসিয়া এলাকায় গত এক বছর দিয়ে ভয়াবহ গ্যাস সংকট চলছে।

বিটিএমএর পরিচালক রাজীব হায়দার মুন্না বলেন, নিজেদের অবহেলার কারণে নতুন কূপ খনন না করায়, আজ গ্যাস সংকট ও দেশ আমাদানিনির্ভর হয়েছে।

বিজনেস আওয়ার/ ১২ সেপ্টেম্বর / রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

‘গ্যাস সংকটে বিপর্যস্ত টেক্সটাইল শিল্প’

পোস্ট হয়েছে : ১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: তীব্র গ্যাস সংকটের কারণে বিপর্যস্ত টেক্সটাইল শিল্প। টেক্সটাইল খাত পরিত্যক্ত শিল্পে পরিণত হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিটিএমএর কারওয়ান বাজার অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শওকত আজিজ রাসেল বলেন, কোভিড ও তার পরবর্তী দুই বছর কাজ না থাকার পরও শ্রমিকের বেতন দিয়ে যেতে হয়েছে। বর্তমানে গ্যাস সংকটের কারণে ৩০ শতাংশ সক্ষমতা নিয়ে এই শিল্প চলছে।

সরকারের পর্যাপ্ত পলিসি সাপোর্ট না থাকায় এই অবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, যে টাকা পাচার হয়েছে তার অন্তত ১০ শতাংশ ইনসেনটিভ হিসেবে দেওয়া হয়, তবে এই শিল্প ঘুরে দাঁড়াতে পারবে। এই মুহূর্তে বিশ্বব্যাপী বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ভাবমূর্তি সংকট সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন।

তিনি আরও বলেন, গ্যাসের সরবরাহ নিশ্চিত করার শর্তে দাম বাড়ানোর কথা বলেও ১৮ মাস পর এলএনজি আমাদানি করা হয়। অথচ এই সময়ে অতিরিক্ত দাম আদায় করা হয়েছে।

শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, এই মুহূর্তে কিছু বহিরাগতদের ইন্ধনে অসন্তোষ হচ্ছে। পুলিশ বাহিনীকে অনুরোধ করে অতীতে যেভাবে সরকারকে রক্ষা করতে ভূমিকা রেখেছেন এবার শিল্পকে বাঁচাতে আপনাদের সে ধরনের ভূমিকা দেখতে চাই। টেক্সটাইল খাতের ব্যাংকঋণগুলো পুনঃতফসিল করার অনুরোধ করেন তিনি।

শ্রমিকদের বেতন দিতে সরকার ঘোষিত স্বল্পসুদের ঋণের টাকা এখনো ৯০ শতাংশ কারখানা পায়নি বলে অভিযোগ করেন বিটিএমএর সহ-সভাপতি আবুল কালাম।

তিনি বলেন, অথচ শ্রমিকদের মাঝে গুজব আছে সরকার তাদের ফ্রিতে এই টাকা দিচ্ছে। বিটিএমএর পরিচালক মোশারফ হোসেন বলেন, বিগত সরকারের আমলে গ্যাসের দাম বেড়েছে প্রায় চারগুণ। ব্যাংকগুলোর সহযোগিতা না পেলে আগামীতে ব্যবসা করা সম্ভব হবে না।

বিটিএমএর পরিচালক খোরশেদ আলম বলেন, চার কারণে শ্রমিক অসন্তোষ হচ্ছে- কিছু কারখানায় বেতনের সমস্যা ছিল, ঝুট ব্যবসা দখল করা নিয়ে দুই গ্রুপ, বিদেশিদের ইন্ধন ও স্থানীয় কিছু রাজনৈতিক নেতা।

পার্শ্ববর্তী দেশ থেকে ১০০০ কোটি টাকার কাপড় ঢুকছে দেশে অভিযোগ করে তিনি বলেন, পাথর আমদানির আড়ালে ট্রাকে করে এসব কাপড় আনা হচ্ছে। এজন্য সড়কপথে পণ্য আমদানি বন্ধের দাবি করেন তিনি।

বিটিএমএর সহসভাপতি সালেহুজ্জামান জিতু বলেন, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে সুতা ডাম্পিং করছে। ভুলতা-গাউসিয়া এলাকায় গত এক বছর দিয়ে ভয়াবহ গ্যাস সংকট চলছে।

বিটিএমএর পরিচালক রাজীব হায়দার মুন্না বলেন, নিজেদের অবহেলার কারণে নতুন কূপ খনন না করায়, আজ গ্যাস সংকট ও দেশ আমাদানিনির্ভর হয়েছে।

বিজনেস আওয়ার/ ১২ সেপ্টেম্বর / রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: