ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় ফেরেননি হাতুরাসিংহে

  • পোস্ট হয়েছে : ০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • 60

স্পোর্টস ডেস্ক: ছুটি কাটিয়ে গতকাল রাতে ঢাকায় ফেরার কথা ছিল বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ চন্দিকা হাতুরাসিংহের। তবে বোর্ড সূত্র নিশ্চিত করেছে, তিনি আসেননি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে জানানো হয়েছিল, ছুটি শেষ করে ১২ তারিখ রাতে ফিরে আসবেন হাতুরাসিংহে। ১৩ ও ১৪ সেপ্টেম্বর দুদিন জাতীয় দলের অনুশীলন সেশনে উপস্থিত থাকার কথাও ছিল তাঁর।

এরপর দলের সঙ্গে ১৫ সেপ্টেম্বর দুপুরে ভারতে যাওয়ার কথা এই লঙ্কান কোচের। তবে গতকাল রাতে তিনি ফেরেননি। ঠিক কী কারণে? সেটি জানতে ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি। তবে কি প্রধান কোচ সরাসরি ভারতে দলের সঙ্গে যোগ দেবেন? এই বিষয়েও কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।

লজিস্টিক বিভাগ থেকে জানা যায়, আগামীকাল রাত ১১টায় আসার কথা হাতুরাসিংহে। বাংলাদেশ ক্রিকেটে হাতুরাসিংহের ভবিষ্যৎ নিয়ে সংকট তৈরি হয়েছে। এর মধ্যে ছুটি কাটিয়ে নির্ধারিত সময়ে তাঁর না ফেরা সে পালে জোর হাওয়া দিচ্ছে। যদিও গত ৭ সেপ্টেম্বর বিসিবির নতুন পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেছিলেন, ‘প্রধান কোচ আসবেন এবং বাংলাদেশে আসবেন (এবং ভারতের বিপক্ষে দলকে পরিচালনা করবেন)।

বিজনেস আওয়ার/ ১৩ সেপ্টেম্বর / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ঢাকায় ফেরেননি হাতুরাসিংহে

পোস্ট হয়েছে : ০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

স্পোর্টস ডেস্ক: ছুটি কাটিয়ে গতকাল রাতে ঢাকায় ফেরার কথা ছিল বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ চন্দিকা হাতুরাসিংহের। তবে বোর্ড সূত্র নিশ্চিত করেছে, তিনি আসেননি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে জানানো হয়েছিল, ছুটি শেষ করে ১২ তারিখ রাতে ফিরে আসবেন হাতুরাসিংহে। ১৩ ও ১৪ সেপ্টেম্বর দুদিন জাতীয় দলের অনুশীলন সেশনে উপস্থিত থাকার কথাও ছিল তাঁর।

এরপর দলের সঙ্গে ১৫ সেপ্টেম্বর দুপুরে ভারতে যাওয়ার কথা এই লঙ্কান কোচের। তবে গতকাল রাতে তিনি ফেরেননি। ঠিক কী কারণে? সেটি জানতে ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি। তবে কি প্রধান কোচ সরাসরি ভারতে দলের সঙ্গে যোগ দেবেন? এই বিষয়েও কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।

লজিস্টিক বিভাগ থেকে জানা যায়, আগামীকাল রাত ১১টায় আসার কথা হাতুরাসিংহে। বাংলাদেশ ক্রিকেটে হাতুরাসিংহের ভবিষ্যৎ নিয়ে সংকট তৈরি হয়েছে। এর মধ্যে ছুটি কাটিয়ে নির্ধারিত সময়ে তাঁর না ফেরা সে পালে জোর হাওয়া দিচ্ছে। যদিও গত ৭ সেপ্টেম্বর বিসিবির নতুন পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেছিলেন, ‘প্রধান কোচ আসবেন এবং বাংলাদেশে আসবেন (এবং ভারতের বিপক্ষে দলকে পরিচালনা করবেন)।

বিজনেস আওয়ার/ ১৩ সেপ্টেম্বর / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: