স্পোর্টস ডেস্ক: তিন দিন আগে জাতীয় দলে জোড়া গোল করে শততম ম্যাচ রাঙিয়েছিলেন হ্যারি কেইন। এবার নিজের ক্লাব বায়ার্ন মিউনিখে এসে হ্যাটট্রিক করলেন ইংলিশ ফুটবলার। জার্মান বুন্দেসলিগায় ৩৫ ম্যাচে এটি কেইনের পঞ্চম হ্যাটট্রিক। ইংলিশ ফরোয়ার্ডের হ্যাটট্রিকের দিনে হোলস্টেইন কিয়েলকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন।
এ নিয়ে চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় টানা চতুর্থ জয় পেলো বায়ার্ন। আর বুন্দেসলিগায় ৩ ম্যাচের তিনটিতেই জিতেছে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা।
৯ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগার টেবিলের নেতৃত্ব দেওয়া বায়ার্ন গোল ব্যবধানেও আছে অনেক এগিয়ে। মাত্র ৩ ম্যাচেই দ্য বেভারিয়ানদের গোল ব্যবধান ৮। দ্বিতীয়স্থানে থাকা বুরুসিয়া ডর্টমুন্ডের পয়েন্ট ৭। সমান পয়েন্ট নিয়ে তিনে আছে আরবি লাইপজিগ।
গতকাল অ্যাওয়ে ম্যাচে ১৩ মিনিটেই ৩-০ গোলে এগিয়ে যায় বায়ার্ন। ম্যাচের প্রথম মিনিটে কিয়েলের জালে বল জমা করেন জার্মান তারকা জামাল মুসিয়ালা। এর ৬ মিনিট পর লুইস হল্টবির ভুলে বলের দখল নেন বায়ার্নের সার্জ নাবরি। তার অ্যাসিস্টে নিজের প্রথম গোল করেন কেইন। এতে ২-০ গোলে এগিয়ে যায় বায়ার্ন। ১৩ মিনিটে আত্মঘাতী গোল করে কিয়েলের নিকোলাই র্যামবার্গ। এতে ব্যবধান দাঁড়ায় ৩-০।
৪৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল পান কেইন। এরপর ৬৫ মিনিটে মিখেইল ওলিসের গোলে ৫-০ ব্যবধান এগিয়ে যায় বায়ার্ন। ৮২ মিনিটে সান্তনামূলক একটি গোল করেন কিয়েলের আরমিন জিগোভিক। এতে ব্যবধান কমে ৫-১ এ আসে।
৯১ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন কেইন। পেনাল্টি থেকে গোলটি করেন ইংলিশ তারকা। এতে আবার ব্যবধান বেড়ে ৬-১ এ দাঁড়ায়। এই ব্যবধানেই জয় নিশ্চিত হয় বায়ার্নের।
বিজনেস আওয়ার/ ১৫ সেপ্টেম্বর / রানা