স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় সেশনে আশা দেখিয়েছিলেন সাকিব আল হাসান ও লিটন দাস। কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি। ৫১ রানের জুটি করে এক ওভারের ব্যবধানে আউট হয়ে গেছেন দুই জনই। চা বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশ হারিয়ে ফেলেছে ৮ উইকেট। স্কোরকার্ডে বাংলাদেশের নামের পাশে লেখা মাত্র ১১২ রান।
এতে ফলোঅনের শঙ্কায় পড়েছে বাংলাদেশ। কারণ ভারত এখনো এগিয়ে আছে ২৬৪ রানে। ফলো অন এড়াতে বাংলাদেশকে করতে হবে আরও ৬৫ রান। ১২ রান করে ক্রিজে আছেন মেহেদী হাসান মিরাজ।
প্রথম ইনিংসে ভারত ৩৭৬ রানে অলআউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ৬ বলে ২ রান করে জাসপ্রিত বুমরাহের বলে বোল্ড হয়ে যান সাদমান ইসলাম।
এরপর নবম ওভারের প্রথম বলে আরেক ওপেনার জাকির হাসানকে বোল্ড করেন আকাশ দিপ। মাত্র ৩ রানে সাজঘরে ফেরত যান জাকির। ভারতীয় পেসারের পরের বলে বোল্ড হয়ে যান নতুন ব্যাটার মুমিনুল হকও। তবে আকাশ দিপকে হ্যাটট্রিক করতে দেননি মুশফিকুর রহিম।
মধ্যাহ্নবিরতির পর আউট হন নাজমুল হোসেন শান্ত। মোহাম্মদ সিরাজের বলে দ্বিতীয় স্লিপে বিরাট কোহলি হাতে ধরা পড়েন বাংলাদেশ অধিনায়ক (৩০ বলে ২০)। পরের ওভারেই ১৪ বলে ৮ রান করে জাসপ্রিত বুমরাহের বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ মুশফিকুর রহিম। ৪০ রানে ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
ষষ্ঠ উইকেটে ৫১ রানের জুটি করেন সাকিব ও লিটন। ২৯তম ওভারের দ্বিতীয় বলে রবীন্দ্র জাদেজাকে লেগসাইডে উড়িয়ে মারতে গিয়ে বদলি ফিল্ডার ধ্রুব জুরেলের হাতে ধরা পড়েন লিটন। ৪২ বলে ২২ রান করে ফেরত যান ডানহাতি ব্যাটার। এতে জুটি ভাঙে বাংলাদেশের।
ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে সাকিবকেও আউট করেন জাদেজা। ভারতীয় স্পিনারকে সুইপ করতে গিয়ে ব্যাটের কানায় লেগে বল বুটে লেগে উইকেটরক্ষক রিশাভ পান্তের গ্লাভসে জমা হয়।
এর আগে হাসান মাহমুদের ফাইফার আর তাসকিন আহমেদের ৩ উইকেটে ৩৭৬ রানে অলআউট হয় ভারত।
আজ শুক্রবার চেন্নাইয়ে ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে খেলা দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। এরপর বাকি ৪ উইকেটের বিনিময়ে মাত্র ৩৭ রান করতে পারে স্বাগতিকরা।
ব্যাট করতে নেমে ৪ রান যোগ করতেই সপ্তম উইকেটে ১৯৯ রানের জুটি ভাঙে ভারতের। দিনের তৃতীয় ওভারে বাংলাদেশের পথে কাঁটা হয়ে দাঁড়ানো জাদেজাকে সাজঘরের পথ দেখান তাসকিন। গুড লেন্থের বাউন্সি বলে তাকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান টাইগার পেসার। ১২৪ বলে ৮৬ রান করে প্যাভিলিয়নে ফেরত যান জাদেজা।
নবম ওভারে বোলিংয়ে দিনের দ্বিতীয় শিকার ধরেন তাসকিন। ভারতের ইনিংসের ৮৯ ওভারে আকাশ দিপকে (৩০ বলে ১৭) সাজঘরের পথ দেখান তিনি।
ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে সেঞ্চুরি করা রবীচন্দন অশ্বিনকেও আউট করেন তাসকিন। ১৩৩ বলে ১১৩ রান করা অশ্বিনকে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানান টাইগার পেসার। অর্থাৎ ৩১ রানের মধ্যেই ৩ উইকেট হারায় ভারত।
এরপর জাসপ্রিত বুমরাহকে থার্ড স্লিপে জাকির হাসানের ক্যাচ বানান হাসান (৯ বলে ৭)। এটি হাসানের পঞ্চম উইকেট। আগের ৪ উইকেট শিকার করেছিলেন ডানহাতি এই পেসার।
বিজনেস আওয়ার/ ২০ সেপ্টেম্বর / রানা