ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সাকিবকে নিয়ে চিন্তায় বাংলাদেশ

  • পোস্ট হয়েছে : ০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • 59

স্পোর্টস ডেস্ক: চেন্নাই টেস্টের হারের চেয়ে এখন বেশি আলোচনায় সাকিব আল হাসানের আঙুলের চোট। আঙুলে ব্যথা পাওয়ায় চেন্নাই টেস্টে বোলিং কম করেছেন। তাই প্রশ্ন উঠেছে তার জায়গায় অন্য কাউকে একাদশে সুযোগ দেওয়া যায় কিনা।

কানপুর টেস্টে সাকিবকে একাদশে নেওয়া হবে কিনা তা নিয়ে চিন্তার কথা বলেছেন নির্বাচক হান্নান সরকার। চেন্নাইয়ে সাংবাদিকদের তিনি বলেছেন,‘যখন বোলিং করা শুরু করেছে তখন সে ফিল করতে পেরেছে। আগে এটা করতে পারেনি। সেই আঙুলে আবার বল লেগেছে। ফলে কিছুটা তো ব্যথা রয়েছেই।

আমাদের যেহেতু বেশ কিছুদিন সময় রয়েছে দ্বিতীয় টেস্টের আগে ফলে সেই জিনিসটা দেখার সুযোগ রয়েছে। সেই জিনিসটা আমরা দেখব, সাকিব এমন একজন প্লেয়ার সে কিন্তু সৎ প্লেয়ার। সে যদি খেলতে না পারে বা তার যদি মনে হয় সে বোলিংটা করতে পারবে না, তাহলে তাকে ব্যাটার হিসেবে তাকে খেলাব কিনা চিন্তা করব। যদি দুটোই করতে পারে তাহলে সিনারিও ভিন্ন হবে।

আগামী ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে কানপুরে। টেস্টের আগে বাংলাদেশ বেশ কিছুদিন সময় পাবে। এই সময় সাকিবের অবস্থা বুঝে তাকে নিয়ে দ্বিতীয় টেস্টে রাখা হবে কিনা তা জানিয়েছেন হান্নান। নির্বাচক বলেছেন,‘সাকিবকে নিয়ে ম্যাচে যাওয়ার আগে আমাদের সবসময় চিন্তা করে নিতে হয়। পরের ম্যাচের আগে আমাদের সেই চিন্তার সময় আছে।

আমরা দেখব তাঁর কী অবস্থা। আমরা জানি যে সাকিবের হাতের ব্যথা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এটা কিন্তু ম্যাচের আগে ছিল না। অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে। কিন্তু আমরা ম্যাচের আগে ফিজিওর ১০০ ভাগ ক্লিয়ারেন্স নিয়েই তাঁকে দলে রেখেছি। তখন ১০০ ভাগ ফিটই ছিল।’সাকিবের অবস্থা এবং উইকেট দেখে দল সাজানো হবে বলে জানিয়েছেন হান্নান। তিনি বলেছেন,‘পরের ম্যাচের আগে সময় আছে, আমরা তাঁকে নিয়ে চিন্তা করব।

আমরা কোন কম্বিনেশনে যাব, কোন ফরমেশনে আমরা টিমটা সাজাব… সেখানে আমরা দেখব উইকেটটা কেমন, আমরা কন্ডিশনটা দেখে জাজমেন্টে যাব। সেখানে স্ট্র্যাটেজি পরিবর্তনের প্রয়োজন হলে আমরা করতেই পারি।’

সাকিব বাংলাদেশের সেরা খেলোয়াড় এমনটা জানিয়ে হান্নান বলেছেন,‘সাকিব আসলে আমাদের সেরা খেলোয়াড়। এটা আমাদের বলতেই হবে। সাকিব যদি একাদশে থাকে, তাহলে কম্বিনেশন সাজানো সহজ হয়। সে জায়গায় থেকে সাকিব এ ম্যাচেও খেলেছে। তাঁর ব্যাটিংটা আমার খুব ভালো লেগেছে। অন্যদের তুলনায়, সাকিবের আগের ব্যাটিংয়ের তুলনায় এই ম্যাচে তাঁকে অনেক আত্মবিশ্বাসী মনে হয়েছে। খুব স্বাচ্ছন্দ্যে খেলেছে, চাপ হ্যান্ডেল করেছে। হ্যাঁ, রানটা বড় হয়নি। এটা ঠিক। কিন্তু সাকিব বরাবরই আমাদের দলের ব্যালেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।’

বিজনেস আওয়ার/ ২৩ সেপ্টেম্বর / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সাকিবকে নিয়ে চিন্তায় বাংলাদেশ

পোস্ট হয়েছে : ০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

স্পোর্টস ডেস্ক: চেন্নাই টেস্টের হারের চেয়ে এখন বেশি আলোচনায় সাকিব আল হাসানের আঙুলের চোট। আঙুলে ব্যথা পাওয়ায় চেন্নাই টেস্টে বোলিং কম করেছেন। তাই প্রশ্ন উঠেছে তার জায়গায় অন্য কাউকে একাদশে সুযোগ দেওয়া যায় কিনা।

কানপুর টেস্টে সাকিবকে একাদশে নেওয়া হবে কিনা তা নিয়ে চিন্তার কথা বলেছেন নির্বাচক হান্নান সরকার। চেন্নাইয়ে সাংবাদিকদের তিনি বলেছেন,‘যখন বোলিং করা শুরু করেছে তখন সে ফিল করতে পেরেছে। আগে এটা করতে পারেনি। সেই আঙুলে আবার বল লেগেছে। ফলে কিছুটা তো ব্যথা রয়েছেই।

আমাদের যেহেতু বেশ কিছুদিন সময় রয়েছে দ্বিতীয় টেস্টের আগে ফলে সেই জিনিসটা দেখার সুযোগ রয়েছে। সেই জিনিসটা আমরা দেখব, সাকিব এমন একজন প্লেয়ার সে কিন্তু সৎ প্লেয়ার। সে যদি খেলতে না পারে বা তার যদি মনে হয় সে বোলিংটা করতে পারবে না, তাহলে তাকে ব্যাটার হিসেবে তাকে খেলাব কিনা চিন্তা করব। যদি দুটোই করতে পারে তাহলে সিনারিও ভিন্ন হবে।

আগামী ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে কানপুরে। টেস্টের আগে বাংলাদেশ বেশ কিছুদিন সময় পাবে। এই সময় সাকিবের অবস্থা বুঝে তাকে নিয়ে দ্বিতীয় টেস্টে রাখা হবে কিনা তা জানিয়েছেন হান্নান। নির্বাচক বলেছেন,‘সাকিবকে নিয়ে ম্যাচে যাওয়ার আগে আমাদের সবসময় চিন্তা করে নিতে হয়। পরের ম্যাচের আগে আমাদের সেই চিন্তার সময় আছে।

আমরা দেখব তাঁর কী অবস্থা। আমরা জানি যে সাকিবের হাতের ব্যথা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এটা কিন্তু ম্যাচের আগে ছিল না। অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে। কিন্তু আমরা ম্যাচের আগে ফিজিওর ১০০ ভাগ ক্লিয়ারেন্স নিয়েই তাঁকে দলে রেখেছি। তখন ১০০ ভাগ ফিটই ছিল।’সাকিবের অবস্থা এবং উইকেট দেখে দল সাজানো হবে বলে জানিয়েছেন হান্নান। তিনি বলেছেন,‘পরের ম্যাচের আগে সময় আছে, আমরা তাঁকে নিয়ে চিন্তা করব।

আমরা কোন কম্বিনেশনে যাব, কোন ফরমেশনে আমরা টিমটা সাজাব… সেখানে আমরা দেখব উইকেটটা কেমন, আমরা কন্ডিশনটা দেখে জাজমেন্টে যাব। সেখানে স্ট্র্যাটেজি পরিবর্তনের প্রয়োজন হলে আমরা করতেই পারি।’

সাকিব বাংলাদেশের সেরা খেলোয়াড় এমনটা জানিয়ে হান্নান বলেছেন,‘সাকিব আসলে আমাদের সেরা খেলোয়াড়। এটা আমাদের বলতেই হবে। সাকিব যদি একাদশে থাকে, তাহলে কম্বিনেশন সাজানো সহজ হয়। সে জায়গায় থেকে সাকিব এ ম্যাচেও খেলেছে। তাঁর ব্যাটিংটা আমার খুব ভালো লেগেছে। অন্যদের তুলনায়, সাকিবের আগের ব্যাটিংয়ের তুলনায় এই ম্যাচে তাঁকে অনেক আত্মবিশ্বাসী মনে হয়েছে। খুব স্বাচ্ছন্দ্যে খেলেছে, চাপ হ্যান্ডেল করেছে। হ্যাঁ, রানটা বড় হয়নি। এটা ঠিক। কিন্তু সাকিব বরাবরই আমাদের দলের ব্যালেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।’

বিজনেস আওয়ার/ ২৩ সেপ্টেম্বর / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: