স্পোর্টস ডেস্ক: কানপুর টেস্টের দ্বিতীয় দিনে বৃষ্টি থামছেই না। প্রথম দিনের প্রথম সেশন এরই মধ্যে চলে গেছে বৃষ্টির পেটে। বৃষ্টি না থামায় ড্রেসিংরুম থেকে হোটেলে ফিরে গেছেন দুই দলের ক্রিকেটাররা। যার অর্থ, সহসাই ম্যাচ শুরু হওয়ার সম্ভাবনা নেই।
এই টেস্টে বৃষ্টির কারণে প্রথম দিন নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হয় ম্যাচ। এরপর খেলা হয়েছে মোটে ৩৫ ওভার। বাংলাদেশ ৩ উইকেটে ১০৭ রান তোলার পর বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। মুমিনুল হক ৪০ আর মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত আছেন।
আজ শনিবার টেস্টের দ্বিতীয় দিনেও হানা দিয়েছে বৃষ্টি। বৃষ্টির শঙ্কা ছিল, পূর্বাভাসও ছিল। আবহাওয়ার পূর্বাভাসে বলা ছিল, শনিবার কানপুরে বৃষ্টির সম্ভাবনা ৮০ ভাগ। আজ সকাল থেকেই কানপুরের আকাশে রোদের দেখা নেই। সকাল থেকেই আকাশ ছিল মেঘে ঢাকা।
বাংলাদেশ সময় শনিবার সকাল ৮ টা ৫০ মিনিটে শুরু হয়েছে বৃষ্টি। সেই যে শুরু হয়েছে, আর থামেনি।
বিজনেস আওয়ার/ ২৮ সেপ্টেম্বর / রানা