ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সম্পর্ক উন্নয়নে জোর দিতে চায় ঢাকা ও নয়াদিল্লি

  • পোস্ট হয়েছে : ১০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • 62

বিজনেস আওয়ার প্রতিবেদক: ঢাকা ও নয়াদিল্লি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে চায়। উভয় পক্ষই মনে করছে, বাংলাদেশ ও ভারতকে একসঙ্গে কাজ করতে হবে।

বুধবার (২ অক্টোবর) ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সৌজন্য সাক্ষাতের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বৈঠকে উভয় পক্ষ ভারতীয় হাইকমিশনের নিয়মিত ভিসা প্রক্রিয়া পুনরায় শুরু করার ওপর বিশেষ জোর দিয়ে আলোচনা করেন। পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতীয় রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে নিয়মিত দ্বিপাক্ষিক প্রক্রিয়া সক্রিয় করার ওপরও জোর দেন।

নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম অধিবেশনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে তার বৈঠকের কথা উল্লেখ করেন তৌহিদ হোসেন। তারা উভয়েই বাণিজ্যে আরও সহযোগিতা, চলমান উন্নয়ন প্রকল্প এবং বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে পারস্পারিক সংযোগ বৃদ্ধির কথাও উল্লেখ করেন।

বিজনেস আওয়ার/ ০৩ অক্টোবর / রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সম্পর্ক উন্নয়নে জোর দিতে চায় ঢাকা ও নয়াদিল্লি

পোস্ট হয়েছে : ১০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: ঢাকা ও নয়াদিল্লি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে চায়। উভয় পক্ষই মনে করছে, বাংলাদেশ ও ভারতকে একসঙ্গে কাজ করতে হবে।

বুধবার (২ অক্টোবর) ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সৌজন্য সাক্ষাতের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বৈঠকে উভয় পক্ষ ভারতীয় হাইকমিশনের নিয়মিত ভিসা প্রক্রিয়া পুনরায় শুরু করার ওপর বিশেষ জোর দিয়ে আলোচনা করেন। পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতীয় রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে নিয়মিত দ্বিপাক্ষিক প্রক্রিয়া সক্রিয় করার ওপরও জোর দেন।

নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম অধিবেশনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে তার বৈঠকের কথা উল্লেখ করেন তৌহিদ হোসেন। তারা উভয়েই বাণিজ্যে আরও সহযোগিতা, চলমান উন্নয়ন প্রকল্প এবং বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে পারস্পারিক সংযোগ বৃদ্ধির কথাও উল্লেখ করেন।

বিজনেস আওয়ার/ ০৩ অক্টোবর / রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: