ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় সীমিত পরিসরে ফেরি চলাচল শুরু

  • পোস্ট হয়েছে : ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
  • 69

বিজনেস আওয়ার প্রতিবেদক : সীমিত পরিসরে স্বল্পসংখ্যক যানবাহন নিয়ে মাদারীপুরের কাঁঠালবাড়ি ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার (৯৩০ অক্টোবর) সকাল ১০টায় শিমুলিয়া ঘাট থেকে দুটি ফেরি স্বল্পসংখ্যক যানবাহন নিয়ে কাঁঠালবাড়ি ফেরি ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। চলতি মাসে চার দফায় প্রায় ২৫ দিনই বন্ধ ছিল ফেরি চলাচল।

বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ও শিমুলিয়া ফেরিঘাট সূত্র জানায়, নাব্যতা-সংকটে তিন মাসের বেশি সময় ধরে এই নৌপথে ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। গত আগস্ট মাস থেকে রাতে বন্ধ রেখে দিনে স্বল্পসংখ্যক যানবাহন নিয়ে ফেরি চালানো হতো এই নৌপথে। নাব্যতা-সংকট তীব্র আকার ধারণ করে সেপ্টেম্বর মাসজুড়ে। সেপ্টেম্বর মাসে পাঁচ দফায় ১৭ দিন ফেরি বন্ধ ছিল। চলতি মাসে চার দফায় প্রায় ২৫ দিনই ফেরি চলাচল বন্ধ ছিল। সর্বশেষ ১৫ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত টানা ১৫ দিন বন্ধ ছিল ফেরি চলাচল। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে নৌপথের জাজিরা পয়েন্টের চায়না নৌ-চ্যানেল দিয়ে ফরিদপুর নামের একটি ছোট ফেরি পরীক্ষামূলক ছাড়া হয়। ফেরিটি কোনো বাধা ছাড়াই কাঁঠালবাড়ি ফেরিঘাট থেকে শিমুলিয়া ঘাটে পৌঁছায়। এরপর শুক্রবার সকাল ১০টা থেকে ছোট ফেরি তিনটি ও কে-টাইপের দুটি ফেরি এই নৌ-চ্যানেল দিয়ে চলাচল করছে।

দুপুর ১২টার দিকে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আহমদ আলী বলেন, ‘চলাচলের উপযোগী ১৪টি ফেরি থাকলেও আমরা এখন ৫টি ফেরি চালাতে পারছি। ফেরিগুলো চায়না নৌ-চ্যানেলের জাজিরা পয়েন্ট ঘুরে চলাচল করছে। এখানে আঁকাবাঁকা পথ বেশি এবং তীব্র স্রোত। তাই ফেরিগুলো পারাপারে কিছুটা বেশি সময় লাগে। তবে চলাচলের উপযোগী না হওয়া‘চ্যানেলটি দিয়ে রাতে ফেরি চলাচল বন্ধ রাখব।

বিজনেস আওয়ার/৩০ অক্টোবর, ২০২০/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় সীমিত পরিসরে ফেরি চলাচল শুরু

পোস্ট হয়েছে : ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক : সীমিত পরিসরে স্বল্পসংখ্যক যানবাহন নিয়ে মাদারীপুরের কাঁঠালবাড়ি ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার (৯৩০ অক্টোবর) সকাল ১০টায় শিমুলিয়া ঘাট থেকে দুটি ফেরি স্বল্পসংখ্যক যানবাহন নিয়ে কাঁঠালবাড়ি ফেরি ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। চলতি মাসে চার দফায় প্রায় ২৫ দিনই বন্ধ ছিল ফেরি চলাচল।

বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ও শিমুলিয়া ফেরিঘাট সূত্র জানায়, নাব্যতা-সংকটে তিন মাসের বেশি সময় ধরে এই নৌপথে ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। গত আগস্ট মাস থেকে রাতে বন্ধ রেখে দিনে স্বল্পসংখ্যক যানবাহন নিয়ে ফেরি চালানো হতো এই নৌপথে। নাব্যতা-সংকট তীব্র আকার ধারণ করে সেপ্টেম্বর মাসজুড়ে। সেপ্টেম্বর মাসে পাঁচ দফায় ১৭ দিন ফেরি বন্ধ ছিল। চলতি মাসে চার দফায় প্রায় ২৫ দিনই ফেরি চলাচল বন্ধ ছিল। সর্বশেষ ১৫ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত টানা ১৫ দিন বন্ধ ছিল ফেরি চলাচল। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে নৌপথের জাজিরা পয়েন্টের চায়না নৌ-চ্যানেল দিয়ে ফরিদপুর নামের একটি ছোট ফেরি পরীক্ষামূলক ছাড়া হয়। ফেরিটি কোনো বাধা ছাড়াই কাঁঠালবাড়ি ফেরিঘাট থেকে শিমুলিয়া ঘাটে পৌঁছায়। এরপর শুক্রবার সকাল ১০টা থেকে ছোট ফেরি তিনটি ও কে-টাইপের দুটি ফেরি এই নৌ-চ্যানেল দিয়ে চলাচল করছে।

দুপুর ১২টার দিকে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আহমদ আলী বলেন, ‘চলাচলের উপযোগী ১৪টি ফেরি থাকলেও আমরা এখন ৫টি ফেরি চালাতে পারছি। ফেরিগুলো চায়না নৌ-চ্যানেলের জাজিরা পয়েন্ট ঘুরে চলাচল করছে। এখানে আঁকাবাঁকা পথ বেশি এবং তীব্র স্রোত। তাই ফেরিগুলো পারাপারে কিছুটা বেশি সময় লাগে। তবে চলাচলের উপযোগী না হওয়া‘চ্যানেলটি দিয়ে রাতে ফেরি চলাচল বন্ধ রাখব।

বিজনেস আওয়ার/৩০ অক্টোবর, ২০২০/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: