ঢাকা , বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়ায় পেট্রল স্টেশনে অগ্নিকাণ্ডে ২ শিশুসহ ৪ জন নিহত

  • পোস্ট হয়েছে : ১০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
  • 9

বিজনেস আওয়ার ডেস্ক: রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্রে একটি পেট্রল স্টেশনে অগ্নিকাণ্ডে দুই শিশুসহ চারজন নিহত হয়েছে। সেখানকার জরুরি পরিষেবা সংস্থা শনিবার এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, দুঃখজনকভাবে চারজন নিহত হয়েছে, যার মধ্যে দুই শিশু রয়েছে। ইতিমধ্যে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চেচনিয়ার প্রধান শহর গ্রোজনিতে প্রায় সম্পূর্ণ ধ্বংস হওয়া পেট্রল স্টেশন ও পুড়ে যাওয়া গাড়িগুলোর পাশে অগ্নিনির্বাপণকর্মীদের ছবি প্রকাশ করেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পেট্রল স্টেশনটি চেচেন রাজধানীর কেন্দ্রের কাছাকাছি মোহাম্মদ আলী এভিনিউতে অবস্থিত। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওতে আকাশে আগুনের শিখা এবং বড় ধরনের বিস্ফোরণ ঘটতে দেখা গেছে।

রাশিয়ার উত্তর ককেশাসে সম্প্রতি বেশ কয়েকটি প্রাণঘাতী বিস্ফোরণ হয়েছে। গত মাসে প্রতিবেশী দাগেস্তানে একটি পেট্রল স্টেশনে বিস্ফোরণে ১৩ জন নিহত হয়েছিল। ২০২৩ সালের আগস্টে একই ধরনের আরেকটি বিস্ফোরণে ৩৫ জনের মৃত্যু এবং বহু মানুষ আহত হয়েছিল।

সূত্র : এএফপি

বিজনেস আওয়ার/ ১৩ অক্টোবর / হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রাশিয়ায় পেট্রল স্টেশনে অগ্নিকাণ্ডে ২ শিশুসহ ৪ জন নিহত

পোস্ট হয়েছে : ১০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

বিজনেস আওয়ার ডেস্ক: রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্রে একটি পেট্রল স্টেশনে অগ্নিকাণ্ডে দুই শিশুসহ চারজন নিহত হয়েছে। সেখানকার জরুরি পরিষেবা সংস্থা শনিবার এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, দুঃখজনকভাবে চারজন নিহত হয়েছে, যার মধ্যে দুই শিশু রয়েছে। ইতিমধ্যে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চেচনিয়ার প্রধান শহর গ্রোজনিতে প্রায় সম্পূর্ণ ধ্বংস হওয়া পেট্রল স্টেশন ও পুড়ে যাওয়া গাড়িগুলোর পাশে অগ্নিনির্বাপণকর্মীদের ছবি প্রকাশ করেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পেট্রল স্টেশনটি চেচেন রাজধানীর কেন্দ্রের কাছাকাছি মোহাম্মদ আলী এভিনিউতে অবস্থিত। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওতে আকাশে আগুনের শিখা এবং বড় ধরনের বিস্ফোরণ ঘটতে দেখা গেছে।

রাশিয়ার উত্তর ককেশাসে সম্প্রতি বেশ কয়েকটি প্রাণঘাতী বিস্ফোরণ হয়েছে। গত মাসে প্রতিবেশী দাগেস্তানে একটি পেট্রল স্টেশনে বিস্ফোরণে ১৩ জন নিহত হয়েছিল। ২০২৩ সালের আগস্টে একই ধরনের আরেকটি বিস্ফোরণে ৩৫ জনের মৃত্যু এবং বহু মানুষ আহত হয়েছিল।

সূত্র : এএফপি

বিজনেস আওয়ার/ ১৩ অক্টোবর / হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: