ঢাকা , শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ১১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

স্পিন জাদুতে পাকিস্তানের সিরিজ জয়

  • পোস্ট হয়েছে : ১৭ মিনিট আগে
  • 4

স্পোর্টস ডেস্ক: মুলতানে দ্বিতীয় টেস্টে দুই ইনিংসে ২০ উইকেট নিয়ে পাকিস্তানে ১৫২ রানের অধরা জয় এনে দিয়েছিলেন নোমান আলী ও সাজিদ খান। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের দুই স্পিনার মিলে নিলেন ১৯ উইকেট। অর্থাৎ সবশেষ দুই টেস্টে ইংল্যান্ডের ৪০ উইকেটের ৩৯ টিই নিয়েছেন তারা দুজন। নোমান ও সাজিদের স্পিন জাদুতে শেষ টেস্টে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩৬ রান।

এমন সহজ রান তাড়ায় করতে নেমে এক উইকেট হারানো পাকিস্তান জয় পেয়েছে ৯ উইকেটে। ২০২১ সালের পর এবারই প্রথম ঘরের মাঠে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল পাকিস্তান। মাঝে চার টেস্ট সিরিজের সবকটিতেই হেরেছেন শান মাসদুরা। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে ২০১৫ সালের পর টেস্ট সিরিজ জিততে পারল তারা। অথচ মুলতানে প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাঁচশর বেশি রান করেও ইনিংস ব্যবধানে হারতে হয়েছিল জেসন গিলেস্পির শিষ্যদের। নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো প্রথম টেস্টে হেরেও তিন টেস্টের সিরিজ জিতে নিয়েছে তারা। সবশেষ ১৯৯৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এমন কীর্তি গড়েছিল পাকিস্তান।

সিরিজ নির্ধারণী টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড গুটিয়ে যায় ২৬৭ রানে। সৌদ শাকিলের সেঞ্চুরিতে সেই রান টপকে পাকিস্তান ৩৪৪ রান তোলে। ফলে ৭৭ রানের লিড পায় শান মাসুদরা। সেই রান টপকাতে পারলেও, বড় লক্ষ্য দিতে পারেনি ইংলিশরা। দ্বিতীয় ইনিংসে তারা সর্বসাকুল্যে তুলতে পারে মাত্র ১১২ রান। দ্বিতীয় দিন শেষে বেন স্টোকসের দল ৩ উইকেটে ২৪ রান করেছিল। আজ তৃতীয় দিনে খেলতে নেমে জো রুটের ৩৩ এবং হ্যারি ব্রুকের ২৬ রান ছাড়া আর কেউই বলার মতো রান পাননি। ফলে ১১২ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড।

পাকিস্তানের হয়ে নোমান ৬ এবং সাজিদ ৪ উইকেট নিয়েছেন। তারাই মূলত অর্ধেক কাজ সেরে ফেলেন স্বাগতিকদের। মাত্র ৩৬ রানের লক্ষ্য তাড়ায়ও পাক ওপেনার সাইম আইয়ুব (৮) আউট হয়ে যান দলীয় ১৪ রানে। জ্যাক লিচ তাকে এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন। এই অবস্থায় আর উইকেট পড়ার ঝুঁকি নিতে চাননি স্বাগতিক অধিনায়ক শান মাসুদ। ক্রিজে নেমেই ৪টি চার ও এক ছক্কায় ৬ বলে তিনি ২৩ রান করেন। তাতেই পাকিস্তানের সিরিজ নিশ্চিত হয় ৯ উইকেটের বড় জয়ে।

মুলতানে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ড জিতেছিল ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে। যেখানে সফরকারী দলটি প্রথম ইনিংসে ৮২৩ রান করেছিল। অথচ পরের দুই টেস্টের ৪ ইনিংস মিলিয়ে তারা রান করেছে মোট ৮১৪। রাওয়াপিন্ডিতে হওয়া পরবর্তী দুই টেস্টে পাকিস্তানের জয় যথাক্রমে ১৫২ রান ও ৯ উইকেটে। ফলে ২-১ ব্যবধানে তিন বছর পর সিরিজ জিতল শান মাসুদরা।

বিজনেস আওয়ার/ ২৬ অক্টোবর/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

স্পিন জাদুতে পাকিস্তানের সিরিজ জয়

পোস্ট হয়েছে : ১৭ মিনিট আগে

স্পোর্টস ডেস্ক: মুলতানে দ্বিতীয় টেস্টে দুই ইনিংসে ২০ উইকেট নিয়ে পাকিস্তানে ১৫২ রানের অধরা জয় এনে দিয়েছিলেন নোমান আলী ও সাজিদ খান। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের দুই স্পিনার মিলে নিলেন ১৯ উইকেট। অর্থাৎ সবশেষ দুই টেস্টে ইংল্যান্ডের ৪০ উইকেটের ৩৯ টিই নিয়েছেন তারা দুজন। নোমান ও সাজিদের স্পিন জাদুতে শেষ টেস্টে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩৬ রান।

এমন সহজ রান তাড়ায় করতে নেমে এক উইকেট হারানো পাকিস্তান জয় পেয়েছে ৯ উইকেটে। ২০২১ সালের পর এবারই প্রথম ঘরের মাঠে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল পাকিস্তান। মাঝে চার টেস্ট সিরিজের সবকটিতেই হেরেছেন শান মাসদুরা। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে ২০১৫ সালের পর টেস্ট সিরিজ জিততে পারল তারা। অথচ মুলতানে প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাঁচশর বেশি রান করেও ইনিংস ব্যবধানে হারতে হয়েছিল জেসন গিলেস্পির শিষ্যদের। নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো প্রথম টেস্টে হেরেও তিন টেস্টের সিরিজ জিতে নিয়েছে তারা। সবশেষ ১৯৯৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এমন কীর্তি গড়েছিল পাকিস্তান।

সিরিজ নির্ধারণী টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড গুটিয়ে যায় ২৬৭ রানে। সৌদ শাকিলের সেঞ্চুরিতে সেই রান টপকে পাকিস্তান ৩৪৪ রান তোলে। ফলে ৭৭ রানের লিড পায় শান মাসুদরা। সেই রান টপকাতে পারলেও, বড় লক্ষ্য দিতে পারেনি ইংলিশরা। দ্বিতীয় ইনিংসে তারা সর্বসাকুল্যে তুলতে পারে মাত্র ১১২ রান। দ্বিতীয় দিন শেষে বেন স্টোকসের দল ৩ উইকেটে ২৪ রান করেছিল। আজ তৃতীয় দিনে খেলতে নেমে জো রুটের ৩৩ এবং হ্যারি ব্রুকের ২৬ রান ছাড়া আর কেউই বলার মতো রান পাননি। ফলে ১১২ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড।

পাকিস্তানের হয়ে নোমান ৬ এবং সাজিদ ৪ উইকেট নিয়েছেন। তারাই মূলত অর্ধেক কাজ সেরে ফেলেন স্বাগতিকদের। মাত্র ৩৬ রানের লক্ষ্য তাড়ায়ও পাক ওপেনার সাইম আইয়ুব (৮) আউট হয়ে যান দলীয় ১৪ রানে। জ্যাক লিচ তাকে এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন। এই অবস্থায় আর উইকেট পড়ার ঝুঁকি নিতে চাননি স্বাগতিক অধিনায়ক শান মাসুদ। ক্রিজে নেমেই ৪টি চার ও এক ছক্কায় ৬ বলে তিনি ২৩ রান করেন। তাতেই পাকিস্তানের সিরিজ নিশ্চিত হয় ৯ উইকেটের বড় জয়ে।

মুলতানে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ড জিতেছিল ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে। যেখানে সফরকারী দলটি প্রথম ইনিংসে ৮২৩ রান করেছিল। অথচ পরের দুই টেস্টের ৪ ইনিংস মিলিয়ে তারা রান করেছে মোট ৮১৪। রাওয়াপিন্ডিতে হওয়া পরবর্তী দুই টেস্টে পাকিস্তানের জয় যথাক্রমে ১৫২ রান ও ৯ উইকেটে। ফলে ২-১ ব্যবধানে তিন বছর পর সিরিজ জিতল শান মাসুদরা।

বিজনেস আওয়ার/ ২৬ অক্টোবর/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: