ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

‘চক্র’ নির্মাণকালের ভয়াবহতা দেখা যাবে সিক্যুয়েলে

  • পোস্ট হয়েছে : ০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • 24

বিনোদন ডেস্ক: ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য আত্মহত্যা করেছিলেন। আজ থেকে প্রায় ১৬ বছর আগের সেই ঘটনা হতবাক হয়ে পড়েছিল সারা দেশ। ওই ঘটনার অনুপ্রেরণায় সম্প্রতি মুক্তি পায় দীর্ঘ ওয়েব সিরিজ ‘চক্র’। দর্শকের মাঝে সাড়া ফেলেছে সিরিজটি। সাফল্যের অনুপ্রেরণা থেকে সিরিজের সিক্যুয়েল আনবেন বলে জানালেন নির্মাতারা।

ভিকি জাহেদের পরিচালনায় গত মাসে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পায় ‘চক্র’। তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ অভিনীত লোমহর্ষক গল্পের সিরিজটির সাফল্য উদযাপন করেছেন নির্মাতারা। সেখান থেকে সম্প্রতি ঘোষণা এল ‘চক্র-২’-এর। সাকসেস পার্টিতে হাজির হয়েছিলেন পরিচালক ভিকি জাহেদ, অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণ, তৌসিফ মাহবুব, এ কে আজাদ সেতু, শাহেদ আলী প্রমুখ।

কবে আসবে ‘চক্র-২’? নির্মাতা ভিকি জানান, আগামী বছরের মার্চ-এপ্রিল নাগাদ অবমুক্ত হতে পারে ‘চক্র-২’। দ্বিতীয় এ মৌসুম আসবে সাত পর্বে। তিনি বলেন, সিজন-২ নিয়ে দর্শকের আগ্রহ রয়েছে। গল্পটা যেখানে রয়েছে, সেখান থেকে নতুন সিজন শুরু হবে। প্রথম সিজনে ২০ পর্ব হলেও সম্পূর্ণ গল্প সেখানে দেখানো যায়নি, কারণ প্লট অনেক বিস্তৃত। পরের গল্পটি আমার মাথায় রয়েছে।’

ভিকি জানান, ‘চক্র’ শুট করতে গিয়ে ভয়াবহ সব অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে পুরো টিমকে। সেসব প্রভাবিত করেছে এই নির্মাতাকে। তিনি বলেন, ‘যে কোনো সৃষ্টিশীল ব্যক্তির কাজের নেপথ্যে তার ব্যক্তিগত অভিজ্ঞতা অনেক ভূমিকা রাখে। চক্র বানাতে গিয়ে যে ঘটনার ভয়াবহ ঘটনার মুখোমুখি হয়েছি, সেগুলো আমাকে প্রভাবিত করেছে। সেসবের ছাপ “চক্র-২”-এও থাকবে।’

‘চক্র’র মাধ্যমে ওটিটিতে অভিষেক হয়েছে ছোটপর্দার অভিনেতা তৌসিফ মাহবুবের। দর্শক দারুণভাবে সাড়া দিয়েছেন তার অভিনয়ে। তিনি বলেন, ‘আমার ওটিটির প্রথম কাজটিই সিজন-২ হবে, এর মানে দর্শক পছন্দ করেছেন। দর্শকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার নাটকের অভিষেক হয় “অলটাইম দৌড়ের উপর” দিয়ে। ওটিটিতে হলো “চক্র” দিয়ে। প্রথম এই কাজগুলো আজীবন আমার কাছে স্পেশাল হয়ে থাকবে।’

ব্যতিক্রম সব চরিত্রে দারুণভাবে মানিয়ে নেন ফারিণ। চক্রেও ঘটেছে সেই ঘটনা। তাসনিয়া ফারিণ বলেন, ‘এটা একেবারে অন্যরকম ধাঁচের একটা কাজ যা সচারচার করার সুযোগ হয় না। পুরো সিরিজ দেখে অনেক দর্শক “এরপর কী হবে” সেটা দেখার আগ্রহ প্রকাশ করেছে জেনে ভালোই লাগছে।’আইস্ক্রিনে ‘চক্র’ প্রথম পাঁচ পর্ব দেখা যাবে বিনামূল্যে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত দর্শকরা এই সুযোগটি পাচ্ছেন।

বিজনেস আওয়ার/ ০২ নভেম্বর/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

‘চক্র’ নির্মাণকালের ভয়াবহতা দেখা যাবে সিক্যুয়েলে

পোস্ট হয়েছে : ০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

বিনোদন ডেস্ক: ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য আত্মহত্যা করেছিলেন। আজ থেকে প্রায় ১৬ বছর আগের সেই ঘটনা হতবাক হয়ে পড়েছিল সারা দেশ। ওই ঘটনার অনুপ্রেরণায় সম্প্রতি মুক্তি পায় দীর্ঘ ওয়েব সিরিজ ‘চক্র’। দর্শকের মাঝে সাড়া ফেলেছে সিরিজটি। সাফল্যের অনুপ্রেরণা থেকে সিরিজের সিক্যুয়েল আনবেন বলে জানালেন নির্মাতারা।

ভিকি জাহেদের পরিচালনায় গত মাসে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পায় ‘চক্র’। তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ অভিনীত লোমহর্ষক গল্পের সিরিজটির সাফল্য উদযাপন করেছেন নির্মাতারা। সেখান থেকে সম্প্রতি ঘোষণা এল ‘চক্র-২’-এর। সাকসেস পার্টিতে হাজির হয়েছিলেন পরিচালক ভিকি জাহেদ, অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণ, তৌসিফ মাহবুব, এ কে আজাদ সেতু, শাহেদ আলী প্রমুখ।

কবে আসবে ‘চক্র-২’? নির্মাতা ভিকি জানান, আগামী বছরের মার্চ-এপ্রিল নাগাদ অবমুক্ত হতে পারে ‘চক্র-২’। দ্বিতীয় এ মৌসুম আসবে সাত পর্বে। তিনি বলেন, সিজন-২ নিয়ে দর্শকের আগ্রহ রয়েছে। গল্পটা যেখানে রয়েছে, সেখান থেকে নতুন সিজন শুরু হবে। প্রথম সিজনে ২০ পর্ব হলেও সম্পূর্ণ গল্প সেখানে দেখানো যায়নি, কারণ প্লট অনেক বিস্তৃত। পরের গল্পটি আমার মাথায় রয়েছে।’

ভিকি জানান, ‘চক্র’ শুট করতে গিয়ে ভয়াবহ সব অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে পুরো টিমকে। সেসব প্রভাবিত করেছে এই নির্মাতাকে। তিনি বলেন, ‘যে কোনো সৃষ্টিশীল ব্যক্তির কাজের নেপথ্যে তার ব্যক্তিগত অভিজ্ঞতা অনেক ভূমিকা রাখে। চক্র বানাতে গিয়ে যে ঘটনার ভয়াবহ ঘটনার মুখোমুখি হয়েছি, সেগুলো আমাকে প্রভাবিত করেছে। সেসবের ছাপ “চক্র-২”-এও থাকবে।’

‘চক্র’র মাধ্যমে ওটিটিতে অভিষেক হয়েছে ছোটপর্দার অভিনেতা তৌসিফ মাহবুবের। দর্শক দারুণভাবে সাড়া দিয়েছেন তার অভিনয়ে। তিনি বলেন, ‘আমার ওটিটির প্রথম কাজটিই সিজন-২ হবে, এর মানে দর্শক পছন্দ করেছেন। দর্শকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার নাটকের অভিষেক হয় “অলটাইম দৌড়ের উপর” দিয়ে। ওটিটিতে হলো “চক্র” দিয়ে। প্রথম এই কাজগুলো আজীবন আমার কাছে স্পেশাল হয়ে থাকবে।’

ব্যতিক্রম সব চরিত্রে দারুণভাবে মানিয়ে নেন ফারিণ। চক্রেও ঘটেছে সেই ঘটনা। তাসনিয়া ফারিণ বলেন, ‘এটা একেবারে অন্যরকম ধাঁচের একটা কাজ যা সচারচার করার সুযোগ হয় না। পুরো সিরিজ দেখে অনেক দর্শক “এরপর কী হবে” সেটা দেখার আগ্রহ প্রকাশ করেছে জেনে ভালোই লাগছে।’আইস্ক্রিনে ‘চক্র’ প্রথম পাঁচ পর্ব দেখা যাবে বিনামূল্যে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত দর্শকরা এই সুযোগটি পাচ্ছেন।

বিজনেস আওয়ার/ ০২ নভেম্বর/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: