বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০১৯ সালের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত লভ্যাংশে পরিবর্তন এনেছে। বাংলাদেশ ব্যাংকের লভ্যাংশ সংক্রান্ত সীমা বেধে দেওয়ার নির্দেশনার কারনে এই পরিবর্তন এনেছে।
আগে ব্যাংকটির পর্ষদ ৩৫ শতাংশ (২৫% বোনাস ও ১০% নগদ) লভ্যাংশ ঘোষণা করেছিল। তবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা পরিপালনে সেটা পরিবর্তন করে ৩০ শতাংশ (২৩% বোনাস ও ৭% নগদ) ঘোষণা করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৯ সালে ব্যাংকটি এককভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.৫৮ টাকা (রিস্টেটেড)। যার পরিমাণ সাবসিডিয়ারি কোম্পানিসহ ৪.৫৯ টাকা। ব্যাংকটির ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সাবসিডিয়ারি কোম্পানিসহ শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাড়িঁয়েছে ৩৮.৩৬ টাকা।
পরিচালনা পর্ষদের ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৫ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট পূর্বের ২৭ এপ্রিল অপরিবর্তিত।
বিজনেস আওয়ার/০১ জুন, ২০২০/আরএ