ঢাকা , শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কাকরাইল মসজিদে অবস্থান নিলেন সাদপন্থীরা

  • পোস্ট হয়েছে : ৩৮ মিনিট আগে
  • 4

বিজনেস আওয়ার প্রতিবেদক: তাবলিগ-জামাতের বাংলাদেশের মারকাজ কাকরাইল মসজিদে প্রবেশ করেছেন দিল্লির নিজামুদ্দীনের মাওলানা সাদের অনুসারীরা। আজ শুক্রবার (১৫ নভেম্বর) মসজিদ বুঝে পাওয়ার পর তারা কাকরাইল মসজিদে প্রবেশ করেন। গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন মাওলানা সাদ অনুসারীদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম।

তিনি বলেন, আজ সকালে কাকরাইল মসজিদ ছাড়ার কথা থাকলেও গতকাল রাতেই মসজিদ ছেড়ে গেছেন তাবলিগের শূরায়ে নিজামপন্থিদের (মাওলানা জুবায়েরপন্থি) অধিকাংশ। সকালে অল্প কিছু লোক মসজিদে অবস্থান করেছেন। তারা প্রশাসনকে মসজিদ বুঝিয়ে দিয়েছেন। রমনা থানার ডিসি মাসুদ আলমের কাছ থেকে মসজিদের সবকিছু ঠিকঠাক বুঝে নিয়ে মসজিদে প্রবেশ করেছেন মাওলানা সাদের অনুসারীরা।

মাওলানা সাদ অনুসারীদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েমের দাবি, আগের নিয়ম অনুযায়ী আমরা আমল করে যাবো, তবে আমরা আমাদের আমির মাওলানা সাদকে বাংলাদেশে আসার অনুমতি ও প্রথম দফায় বিশ্ব ইজতেমা করার ১ দফা দাবি নিয়ে জুমার আগ পর্যন্ত কাকরাইল মসজিদের আশপাশের এলাকায় অবস্থান করছি। জুমার পর আমরা আমাদের অবস্থান থেকে মসজিদে ফিরে আমল করতে শুরু করবো।

এদিকে কাকরাইল এলাকায় মাওলানা সাদ অনুসারীদের অবস্থানকে কেন্দ্র করে সকাল থেকেই আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তাবলিগের শূরায়ে নিজামপন্থিদের মিডিয়া সমন্বয়ক মুফতি জহির বিন মুসলিম বলেন, যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আমরা প্রশাসনের মাধ্যমে সাদপন্থিদের হাতে কাকরাইল মসজিদ বুঝিয়ে দিয়েছি। আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছিলাম, মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেওয়া যাবে না এবং ইজতেমার প্রথম পর্ব আমাদেরকে করতে দিতে হবে। প্রশাসন আমাদের দাবি মেনে নিয়েছে। কাকরাইল মসজিদ বুঝিয়ে দেওয়ার পর এখন কোন দাবিতে বা কেন সাদপন্থিরা কাকরাইল এলাকায় অবস্থান করছে তা আমাদের জানা নেই।

বিজনেস আওয়ার/ ১৫ নভেম্বর / রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কাকরাইল মসজিদে অবস্থান নিলেন সাদপন্থীরা

পোস্ট হয়েছে : ৩৮ মিনিট আগে

বিজনেস আওয়ার প্রতিবেদক: তাবলিগ-জামাতের বাংলাদেশের মারকাজ কাকরাইল মসজিদে প্রবেশ করেছেন দিল্লির নিজামুদ্দীনের মাওলানা সাদের অনুসারীরা। আজ শুক্রবার (১৫ নভেম্বর) মসজিদ বুঝে পাওয়ার পর তারা কাকরাইল মসজিদে প্রবেশ করেন। গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন মাওলানা সাদ অনুসারীদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম।

তিনি বলেন, আজ সকালে কাকরাইল মসজিদ ছাড়ার কথা থাকলেও গতকাল রাতেই মসজিদ ছেড়ে গেছেন তাবলিগের শূরায়ে নিজামপন্থিদের (মাওলানা জুবায়েরপন্থি) অধিকাংশ। সকালে অল্প কিছু লোক মসজিদে অবস্থান করেছেন। তারা প্রশাসনকে মসজিদ বুঝিয়ে দিয়েছেন। রমনা থানার ডিসি মাসুদ আলমের কাছ থেকে মসজিদের সবকিছু ঠিকঠাক বুঝে নিয়ে মসজিদে প্রবেশ করেছেন মাওলানা সাদের অনুসারীরা।

মাওলানা সাদ অনুসারীদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েমের দাবি, আগের নিয়ম অনুযায়ী আমরা আমল করে যাবো, তবে আমরা আমাদের আমির মাওলানা সাদকে বাংলাদেশে আসার অনুমতি ও প্রথম দফায় বিশ্ব ইজতেমা করার ১ দফা দাবি নিয়ে জুমার আগ পর্যন্ত কাকরাইল মসজিদের আশপাশের এলাকায় অবস্থান করছি। জুমার পর আমরা আমাদের অবস্থান থেকে মসজিদে ফিরে আমল করতে শুরু করবো।

এদিকে কাকরাইল এলাকায় মাওলানা সাদ অনুসারীদের অবস্থানকে কেন্দ্র করে সকাল থেকেই আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তাবলিগের শূরায়ে নিজামপন্থিদের মিডিয়া সমন্বয়ক মুফতি জহির বিন মুসলিম বলেন, যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আমরা প্রশাসনের মাধ্যমে সাদপন্থিদের হাতে কাকরাইল মসজিদ বুঝিয়ে দিয়েছি। আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছিলাম, মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেওয়া যাবে না এবং ইজতেমার প্রথম পর্ব আমাদেরকে করতে দিতে হবে। প্রশাসন আমাদের দাবি মেনে নিয়েছে। কাকরাইল মসজিদ বুঝিয়ে দেওয়ার পর এখন কোন দাবিতে বা কেন সাদপন্থিরা কাকরাইল এলাকায় অবস্থান করছে তা আমাদের জানা নেই।

বিজনেস আওয়ার/ ১৫ নভেম্বর / রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: