বিনোদন ডেস্ক: তিনি সত্যিই কিং খান, বলিউডের রাজা তিনি। বলিউড রোমান্সের আরেক নাম শাহরুখ খান। আজ ২ নভেম্বর বলিউড বাদশার জন্মদিন। শাহরুখ আজ ৫৫ বছরে পদার্পণ করলেন।
রাত ১২টার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাসছে এই লাইন। ভারতের সমস্ত জায়গা থেকে তো বটেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোকে গতকাল রাত থেকে শুরু হয়েছে শাহরুখ বন্দনা।
শাহরুখ অভিনয় জীবন শুরু করেছিলেন ১৯৮৮ সালে। শুরুর লড়াইটা অবশ্যই কঠিন ছিল কারণ কোন গডফাদারের হাত তার মাথায় ছিল না। সার্কাস, ফৌজি ইত্যাদি সিরিয়ালের মধ্য দিয়ে তিনি রুপালী জগতে প্রবেশ করেছিলেন।
কিন্তু ভাগ্যদেবী বোধহয় তার জন্য অন্য কিছু পরিকল্পনা করে রেখেছিলেন। ১৯৯২ সালে কিং খানের বলিউড ডেবিউ হলো দিওয়ানা সিনেমা দিয়ে, বিপরীতে ছিলেন দিব্যা ভারতী। সেই সিনেমা তাকে পরিচিতি দিল মুম্বাইতে। তারপর ভারতের গন্ডি পেরিয়ে বিদেশ।
১৯৯৩ সালে তিনি অভিনয় করলেন বাজিগর ছবিতে। বাজিগর সুপার ডুপার হিট হয়েছিল। খলনায়কের চরিত্রে শাহরুখের অভিনয় করে দিয়েছিল আপামর দর্শকদের।
প্রথমদিকে খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। বাজিগরের পর ডর এবং আঞ্জাম সিনেমাতেও তিনি নেগেটিভ চরিত্রেই অভিনয় করেছিলেন।
এরপর ১৯৯৫ সালে ইতিহাস সৃষ্টিকারী সিনেমা দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে মুক্তি পেল। কাজলের সঙ্গে শাহরুখের জুটি তখন সারাবিশ্ব পছন্দ করছে।
এরপর দিল তো পাগল হ্যায়, কুছ কুছ হোতা হ্যায়, মোহাব্বতেঁ, কভি খুশি কভি গম,কাল হো না হো… বলিউড রোমান্সের নতুন বেঞ্চমার্ক সেট করেন শাহরুখ। এ তো গেল রোমান্স ঘরানার বাণিজ্যিক ছবির গল্প।
স্বদেশ, চক দে ইন্ডিয়া, দেবদাস, ডন ২, মাই নেম ইজ খান ছবিতে তার অন্য ধারার অভিনয় শাহরুখকে অন্য উচ্চতায় নিয়ে যায়। হালফিলের ডিয়ার জিন্দেগিতেও তার সাপোর্টিং রোল বুঝিয়েছিল যে শাহরুখ মানেই প্রতিভা।
বিজনেস আওয়ার/০২ নভেম্বর, ২০২০/এ