ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পাঁচ দিনে আয় ৩৮৬ মিলিয়ন ডলার!

  • পোস্ট হয়েছে : ০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • 9

বিনোদন ডেস্ক: যদিও প্রত্যাশা আগে থেকেই ছিল। তবুও এ যেন ম্যাজিক। বিশ্বজুড়ে মুক্তির পাঁচ দিনেই ৩৮৬ মিলিয়ন ডলার আয় করেছেন ডিজনি’র নতুন অ্যানিমেটেড চলচ্চিত্র ‘মোয়ানা ২’। যা বর্তমান বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার কোটি টাকারও বেশি!

এই আয়ের মধ্যে আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ১৬৫.৩ মিলিয়ন ডলার। ৩৮৬ মিলিয়ন ডলার আয় করে বছরের দ্বিতীয় বৃহত্তম ওপেনিং দেয়া সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে ‘মোয়ানা ২’। এ তালিকার প্রথম স্থানে রয়েছে ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’। ছবিটি ৪৩৮ মিলিয়ন ডলার।

২০১৬ সালের হিট হওয়া ‘মোয়ানা’ সিনেমার সিক্যুয়েলটি উত্তর আমেরিকায় গেল বুধবার জনপ্রিয় মার্কিন এবং কানাডিয়ান উৎসব থ্যাংকসগিভিংয়ের আগের দিন মুক্তি পেয়েছিল। পাঁচ দিনে ‘মোয়ানা ২’ সেখানে ২২১ মিলিয়ন ডলার আয় করেছে। যা থ্যাংকসগিভিং বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছে। এটি ‘ফ্রোজেন ২’ সিনেমার পূর্ববর্তী রেকর্ড ১২৫ মিলিয়ন ডলারকে ছাড়িয়ে গেছে।

আন্তর্জাতিকভাবে ‘মোয়ানা ২’ চীনের বাইরে সমস্ত বাজারে বক্স অফিসে প্রথম অবস্থানে ছিল। সবচেয়ে বেশি আয় এসেছে ফ্রান্স (১৮.৮ মিলিয়ন ডলার), যুক্তরাজ্য (১৫.৫ মিলিয়ন ডলার), এবং মেক্সিকো (১১.১ মিলিয়ন ডলার) থেকে।

এদিকে ‘উইকেড’ সিনেমাটিও তার সাফল্য বজায় রেখেছে। দ্বিতীয় সপ্তাহে ছবিটি আন্তর্জাতিকভাবে ২৯ মিলিয়ন ডলার আয় করেছে। যার ফলে এর মোট আয় দাঁড়িয়েছে ৩৫৯.২ মিলিয়ন ডলার। যার মধ্যে ২৬২ মিলিয়ন ডলার এসেছে উত্তর আমেরিকা থেকে।অন্যদিকে পারামাউন্টসের সিনেমা ‘গ্ল্যাডিয়েটর ২’ আন্তর্জাতিকভাবে ২৭.২ মিলিয়ন ডলার আয় করেছে চলতি সপ্তাহে। এতে করে তার মোট আয় হয়েছে ৩২০ মিলিয়ন ডলার।

‘মোয়ানা ২’ ছবিটি পরিচালনা করেছেন ডান হালস্টেড। এতে ‘মোয়ানা’ সিনেমার পরবর্তী গল্প দেখানো হয়েছে। যেখানে মোয়ানা এবং তার বন্ধু মাওই একটি নতুন অ্যাডভেঞ্চারে বের হয়। তারা মহাসাগরের গভীরে একটি লুকানো দ্বীপ খুঁজে বের করে। একটি পুরনো অভিশাপ ভেঙে দিতে যাত্রা করে। ছবির মধ্যে আছে বন্ধুত্ব, সাহস এবং প্রকৃতির প্রতি ভালোবাসার বার্তা। এই সিনেমায় অউলি’ই ক্রাভালহো আবারও মোয়ানা চরিত্রে কণ্ঠ দিয়েছেন। ডোয়াইন জনসন মাওই চরিত্রে ফিরে এসেছেন।

বিজনেস আওয়ার/ ০২ ডিসেম্বর / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পাঁচ দিনে আয় ৩৮৬ মিলিয়ন ডলার!

পোস্ট হয়েছে : ০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

বিনোদন ডেস্ক: যদিও প্রত্যাশা আগে থেকেই ছিল। তবুও এ যেন ম্যাজিক। বিশ্বজুড়ে মুক্তির পাঁচ দিনেই ৩৮৬ মিলিয়ন ডলার আয় করেছেন ডিজনি’র নতুন অ্যানিমেটেড চলচ্চিত্র ‘মোয়ানা ২’। যা বর্তমান বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার কোটি টাকারও বেশি!

এই আয়ের মধ্যে আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ১৬৫.৩ মিলিয়ন ডলার। ৩৮৬ মিলিয়ন ডলার আয় করে বছরের দ্বিতীয় বৃহত্তম ওপেনিং দেয়া সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে ‘মোয়ানা ২’। এ তালিকার প্রথম স্থানে রয়েছে ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’। ছবিটি ৪৩৮ মিলিয়ন ডলার।

২০১৬ সালের হিট হওয়া ‘মোয়ানা’ সিনেমার সিক্যুয়েলটি উত্তর আমেরিকায় গেল বুধবার জনপ্রিয় মার্কিন এবং কানাডিয়ান উৎসব থ্যাংকসগিভিংয়ের আগের দিন মুক্তি পেয়েছিল। পাঁচ দিনে ‘মোয়ানা ২’ সেখানে ২২১ মিলিয়ন ডলার আয় করেছে। যা থ্যাংকসগিভিং বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছে। এটি ‘ফ্রোজেন ২’ সিনেমার পূর্ববর্তী রেকর্ড ১২৫ মিলিয়ন ডলারকে ছাড়িয়ে গেছে।

আন্তর্জাতিকভাবে ‘মোয়ানা ২’ চীনের বাইরে সমস্ত বাজারে বক্স অফিসে প্রথম অবস্থানে ছিল। সবচেয়ে বেশি আয় এসেছে ফ্রান্স (১৮.৮ মিলিয়ন ডলার), যুক্তরাজ্য (১৫.৫ মিলিয়ন ডলার), এবং মেক্সিকো (১১.১ মিলিয়ন ডলার) থেকে।

এদিকে ‘উইকেড’ সিনেমাটিও তার সাফল্য বজায় রেখেছে। দ্বিতীয় সপ্তাহে ছবিটি আন্তর্জাতিকভাবে ২৯ মিলিয়ন ডলার আয় করেছে। যার ফলে এর মোট আয় দাঁড়িয়েছে ৩৫৯.২ মিলিয়ন ডলার। যার মধ্যে ২৬২ মিলিয়ন ডলার এসেছে উত্তর আমেরিকা থেকে।অন্যদিকে পারামাউন্টসের সিনেমা ‘গ্ল্যাডিয়েটর ২’ আন্তর্জাতিকভাবে ২৭.২ মিলিয়ন ডলার আয় করেছে চলতি সপ্তাহে। এতে করে তার মোট আয় হয়েছে ৩২০ মিলিয়ন ডলার।

‘মোয়ানা ২’ ছবিটি পরিচালনা করেছেন ডান হালস্টেড। এতে ‘মোয়ানা’ সিনেমার পরবর্তী গল্প দেখানো হয়েছে। যেখানে মোয়ানা এবং তার বন্ধু মাওই একটি নতুন অ্যাডভেঞ্চারে বের হয়। তারা মহাসাগরের গভীরে একটি লুকানো দ্বীপ খুঁজে বের করে। একটি পুরনো অভিশাপ ভেঙে দিতে যাত্রা করে। ছবির মধ্যে আছে বন্ধুত্ব, সাহস এবং প্রকৃতির প্রতি ভালোবাসার বার্তা। এই সিনেমায় অউলি’ই ক্রাভালহো আবারও মোয়ানা চরিত্রে কণ্ঠ দিয়েছেন। ডোয়াইন জনসন মাওই চরিত্রে ফিরে এসেছেন।

বিজনেস আওয়ার/ ০২ ডিসেম্বর / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: