বিনোদন ডেস্ক: প্রতিনিয়তই তৈরি হচ্ছে বৈচিত্রময় গল্পের নাটক। ব্যস্ততায় সময় কাটাচ্ছেন তারকারা। তবে তারকাবহুল নাটকের সংখ্যা কমই মেলে। বেশিরভাগ নাটকেই চরিত্র স্বল্পতার অভিযোগ থাকে। সম্প্রতি জনপ্রিয় চার চার তারকাকে নিয়ে নির্মিত হয়েছে একটি নাটক। তারা হলেন আরফান আহমেদ, তাহমিনা সুলতানা মৌ, নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি।
নাট্যনির্মাতা তানভীর তন্ময় তাদের নিয়ে নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘রক্তের বাঁধন’। নাটকটি রচনা করেছেন আরেক গুনী নাট্যপরিচালক জুবায়ের ইবনে বকর। এরইমধ্যে রাজধানীর অদূরে গাজীপুরের হাসনা হেনা শুটিং হাউজে এই নাটকের শুটিং সম্পন্ন হয়েছে।
পরিচালক তানভীর তন্ময় জানান, ‘রক্তের বাঁধন’ একটি পারিবারিক গল্পের নাটক। নাট্যকার জুবায়ের ইবনে বকর বলেন, সংসারে ভাবী আসার কারণে দুই ভাইয়ের মধ্যে দূরত্ব তৈরি করতে গিয়ে শুধুই ভালোবাসার কারণে সেই সংসারটা টিকে যায়। আসলে ভালোবাসাই জীবনে অনেক বড়।
এ নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আরফান বলেন,‘ এই ধরনের গল্পে এখন নাটক নির্মাণ খুব কম হয়। গুণি নাট্যনির্মাতা সালাহ উদ্দিন লাভলুর ‘সোনার পাখি রূপার পাখি’ ধারাবাহিকে তাহমিনা সুলতানা মৌ ও নিলয় আলমগীরের সঙ্গে অভিনয় করেছিলাম। অনেকদিন পর তাদের সঙ্গে কাজ করতে গিয়ে লাভলু ভাইয়ের ধারাবাহিক নাটকের সময়টা বারবার চোখে ভাসছিল। খুব আনন্দ নিয়ে কাজ করেছি।’
মৌও জানালেন আনন্দময় অনুভূতির কথা। তিনি বলেন, ‘এই নাটকটি প্রচারের অপেক্ষায় আছি। কারণ
এর গল্পটা দারুন। আমার মনে হচ্ছে নাটকটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’
নিলয় আলমগীর বলেন, ‘‘রক্তের বাঁধন’ হৃদয় ছুঁয়ে যাওয়ার একটি গল্প। যে কারণে এই নাটকে অভিনয় করেছি। গুণি শিল্পীরা আছেন। আমার বিশ্বাস নাটকটি দর্শক পছন্দ করবেন। আর আরফান ভাই, মৌ আপা’সহ হিমির সঙ্গে একই টিমের হয়ে কাজ করেও ভীষণ ভালো লাগল।’
পরিচালক তন্ময় তানভীর জানান, ‘রক্তের বাঁধন’ নাটকটি শিগগিরই এলবিসি ইউটিউবে চ্যানেলে প্রচারে আসবে।
বিজনেস আওয়ার/ ০৮ ডিসেম্বর / রানা