ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

একসঙ্গে তিন সন্তান জন্ম দিলেন গৃহবধূ

  • পোস্ট হয়েছে : ০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • 29

বিজনেস আওয়ার প্রতিবেদক: চাঁদপুরের মতলব উত্তরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন মাহিনুর আক্তার (২৩) নামে এক গৃহবধূ। শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলা ছেংগারচর জেনারেল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ম হয়।

মাহিনুর আক্তার উপজেলার কলাকান্দা গ্রামের মো. খবির হোসেনের স্ত্রী। নবজাতকদের মধ্যে দুটি কন্যা ও একটি ছেলে সন্তান রয়েছে। এর আগেও তার একটি ছেলে সন্তান রয়েছে।

ছেংগারচর জেনারেল হাসপাতালে চিকিৎসক ডা. মকবুল হোসেন মুকুল বলেন, নবজাতক ও তাদের মা সুস্থ রয়েছেন। তারপরও তারা হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুমনা আক্তার জানান, প্রসব বেদনা শুরু হলে মাহিনুর আক্তারকে হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার গর্ভে তিনটি বাচ্চা রয়েছে বলে জানান। ওইদিন রাতে হাসপাতালে অপারেশনের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন তিনি।

গৃহবধূর স্বামী মো. খবির হোসেন জানান, আল্লাহ একসঙ্গে তিনটি বাচ্চার বাবা বানিয়েছেন। এতে আমি অনেক খুশি। কৃষিকাজের ওপর চলে আমার সংসার। সরকারিভাবে কোনো সহযোগিতা পেলে পরিবারের ওপর চাপ কমবে।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একি মিত্র চাকমা জানান, এ বিষয়ে বিস্তারিত খবর নিয়ে সহযোগিতার ব্যবস্থা করা হবে।

বিজনেস আওয়ার/ ০৮ ডিসেম্বর / রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

একসঙ্গে তিন সন্তান জন্ম দিলেন গৃহবধূ

পোস্ট হয়েছে : ০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: চাঁদপুরের মতলব উত্তরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন মাহিনুর আক্তার (২৩) নামে এক গৃহবধূ। শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলা ছেংগারচর জেনারেল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ম হয়।

মাহিনুর আক্তার উপজেলার কলাকান্দা গ্রামের মো. খবির হোসেনের স্ত্রী। নবজাতকদের মধ্যে দুটি কন্যা ও একটি ছেলে সন্তান রয়েছে। এর আগেও তার একটি ছেলে সন্তান রয়েছে।

ছেংগারচর জেনারেল হাসপাতালে চিকিৎসক ডা. মকবুল হোসেন মুকুল বলেন, নবজাতক ও তাদের মা সুস্থ রয়েছেন। তারপরও তারা হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুমনা আক্তার জানান, প্রসব বেদনা শুরু হলে মাহিনুর আক্তারকে হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার গর্ভে তিনটি বাচ্চা রয়েছে বলে জানান। ওইদিন রাতে হাসপাতালে অপারেশনের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন তিনি।

গৃহবধূর স্বামী মো. খবির হোসেন জানান, আল্লাহ একসঙ্গে তিনটি বাচ্চার বাবা বানিয়েছেন। এতে আমি অনেক খুশি। কৃষিকাজের ওপর চলে আমার সংসার। সরকারিভাবে কোনো সহযোগিতা পেলে পরিবারের ওপর চাপ কমবে।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একি মিত্র চাকমা জানান, এ বিষয়ে বিস্তারিত খবর নিয়ে সহযোগিতার ব্যবস্থা করা হবে।

বিজনেস আওয়ার/ ০৮ ডিসেম্বর / রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: