ঢাকা , শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অভিযানের নামে পর্তুগালে বাংলাদেশী অধ্যুষিত এলাকায় পুলিশের গণহারে তল্লাশি কারণে পর্তুগিজদের তীব্র নিন্দা ও ক্ষোভ।

  • পোস্ট হয়েছে : ০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • 124

আমিরুল ইসলাম নয়ন, পর্তুগাল প্রতিনিধি: পর্তুগাল লিসবনের বাংলাদেশী অধ্যুষিত মার্তিম মনিজ এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী অভিযানের নামে রোড বন্ধ করে পুলিশ লাইন ধরে গণহারে তল্লাশির ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাথে সাথে সোসাল মিডিয়াসহ পর্তুগিজরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন ।

এরই ধারাবাহিকতায় গতকাল বাংলাদেশী অধ্যুষিত মার্তিম মনিজ এলাকায় পর্তুগালের বিরোধীদলীয় বেশ কয়েকজন এমপি মন্ত্রীসহ স্হানীয় নেতৃবৃন্দের নেতৃত্বে পদযাত্রা করে বিগত ১৯ তারিখের পুলিশি এমন তল্লাশির জন্যে প্রবাসীদের কাছে তারা দুঃখ প্রকাশ করেন এবং পর্তুগালের স্বাধীনতার প্রতিক লাল কার্নেশন ফুল দিয়ে প্রবাসীদের স্বাগতম জানান পর্তুগীজ এমপি মন্ত্রী সহ স্হায়ী পর্তুগীজরা । এবং সেই সাথে তারা বলেন “এখানে বর্ণবাদের স্হান নেই।অভিবাসীরা এখানে থাকবে বর্ণবাদীরা চলে যাব।”

এসময় উপস্থিত ছিলেন পর্তুগিজ এমপি মারিয়ানা মরতাগুয়া ,পর্তুগিজ এমপি ফাবিয়ান ফিগুরিদো , ইউরোপীয়ন পার্লামেন্টের সাবেক এমপি আনা গুমাস, হিউম্যান রাইটের প্রেসিডেন্ট লাউরা, ​​ডেপুটি মিউনিসিপ্যাল যসে লিতাও,কমিউনিটি নেতা রানা তাসলিম উদ্দীন প্রমুখ

বাংলাদেশী কমিউনিটি নেতা রানা তাসলিমা বলেন, তাদের এই আন্তরিকতায় আমরা মুগ্ধ। তাদের এই সলিডারিটি আমাদের কমিউনিটির জন্য অবশ্যই পজিটিভ।আমরা তাদের এই মহৎ উদাহরণের জন্যে সাধুবাদ জানাই।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সর্বাধিক পঠিত

ডিএসই ট্রেনিং একাডেমীর ফান্ডামেন্টাল এনালাইসিস, ইনভেস্টমেন্ট টেকনিকস এন্ড টুলস” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

অভিযানের নামে পর্তুগালে বাংলাদেশী অধ্যুষিত এলাকায় পুলিশের গণহারে তল্লাশি কারণে পর্তুগিজদের তীব্র নিন্দা ও ক্ষোভ।

পোস্ট হয়েছে : ০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

আমিরুল ইসলাম নয়ন, পর্তুগাল প্রতিনিধি: পর্তুগাল লিসবনের বাংলাদেশী অধ্যুষিত মার্তিম মনিজ এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী অভিযানের নামে রোড বন্ধ করে পুলিশ লাইন ধরে গণহারে তল্লাশির ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাথে সাথে সোসাল মিডিয়াসহ পর্তুগিজরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন ।

এরই ধারাবাহিকতায় গতকাল বাংলাদেশী অধ্যুষিত মার্তিম মনিজ এলাকায় পর্তুগালের বিরোধীদলীয় বেশ কয়েকজন এমপি মন্ত্রীসহ স্হানীয় নেতৃবৃন্দের নেতৃত্বে পদযাত্রা করে বিগত ১৯ তারিখের পুলিশি এমন তল্লাশির জন্যে প্রবাসীদের কাছে তারা দুঃখ প্রকাশ করেন এবং পর্তুগালের স্বাধীনতার প্রতিক লাল কার্নেশন ফুল দিয়ে প্রবাসীদের স্বাগতম জানান পর্তুগীজ এমপি মন্ত্রী সহ স্হায়ী পর্তুগীজরা । এবং সেই সাথে তারা বলেন “এখানে বর্ণবাদের স্হান নেই।অভিবাসীরা এখানে থাকবে বর্ণবাদীরা চলে যাব।”

এসময় উপস্থিত ছিলেন পর্তুগিজ এমপি মারিয়ানা মরতাগুয়া ,পর্তুগিজ এমপি ফাবিয়ান ফিগুরিদো , ইউরোপীয়ন পার্লামেন্টের সাবেক এমপি আনা গুমাস, হিউম্যান রাইটের প্রেসিডেন্ট লাউরা, ​​ডেপুটি মিউনিসিপ্যাল যসে লিতাও,কমিউনিটি নেতা রানা তাসলিম উদ্দীন প্রমুখ

বাংলাদেশী কমিউনিটি নেতা রানা তাসলিমা বলেন, তাদের এই আন্তরিকতায় আমরা মুগ্ধ। তাদের এই সলিডারিটি আমাদের কমিউনিটির জন্য অবশ্যই পজিটিভ।আমরা তাদের এই মহৎ উদাহরণের জন্যে সাধুবাদ জানাই।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: