বিজনেস আওয়ার প্রতিবেদক : ব্যবসা নিন্মমূখীকে কারন দেখিয়ে কর্মী ছাটাই করেছে প্রাইম ইসলামি সিকিউরিটিজ কর্তৃপক্ষ। এ নিয়ে হাউজটি থেকে কয়েকজনকে চিঠি দেওয়া হয়েছে। যা ১ জুন থেকে কার্যকর বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
করোনাভাইরাস মহামারির মধ্যে হাউজটির এমন সিদ্ধান্ত অনেকে মেনে নিতে পারছেন না। তাই প্রাইম ইসলামি সিকিউরিটিজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কেউ কেউ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রাইম ইসলামি সিকিউরিটিজ থেকে ইস্তফা দেওয়াদের মধ্যে দুইজন কর্মীকে পাঠানো এমন চিঠি বিজনেস আওয়ারের কাছে এসেছে। এরমধ্যে সিনিয়র ম্যানেজার ফারহানা কুলসুম ও মো. জিয়াউর রহমানকে চাকরী থেকে ইস্তফা দিয়ে লেখা চিঠিতে বলা হয়েছে, আপনাদের কোম্পানিতে আগামি ১ জুন থেকে সার্ভিস দেওয়ার দরকার নেই। ব্যবসায় নিম্নমুখীতার কারনে ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে। নোটিশ পিরিয়ডের কারনে তিন মাসের বেসিক বেতন পাবেন।
চিঠিতে বেতনের চূড়ান্ত সেটেলমেন্টের জন্য চাকরীচ্যুতদেরকে অ্যাকাউন্টস বিভাগে যোগাযোগ করতে বলা হয়েছে। আর ক্লিয়ায়েরন্স সার্টিফিকেটের জন্য আইটি বিভাগে যোগাযোগ করতে বলেছে। হাউজটির পরিচালক এম নুরুল আলম সাক্ষরিত এই চিঠি পাঠানো হয়েছে।
বিজনেস আওয়ার/০১ জুন, ২০২০/আরএ