ঢাকা , মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ডাকাতের ভয়ে নির্ঘুম পটুয়াখালীর ২ উপজেলার মানুষ

  • পোস্ট হয়েছে : ০৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • 22

বিজনেস আওয়ার প্রতিবেদক: পটুয়াখালী জেলার বাউফল ও দশমিনা উপজেলার মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে ডাকাত আতঙ্ক। ডাকাতের ভয়ে নির্ঘুম দুই উপজেলার বাসিন্দারা। বুধবার (২৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে এই আতঙ্কের সূত্রপাত হয়৷

সরেজমিন ঘুরে ও পুলিশ সূত্রে জানা গেছে, বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড মধ্য মদনপুরা গ্রামের ভূঁইয়া বাড়িতে ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ নিয়াজের বসতঘরের জানালা ও দরজায় ধাক্কাধাক্কি করে একদল দুর্বৃত্ত। এসময় বাসায় অবস্থান নিয়াজের বাবা মুঠোফোনে এলাকার লোকজনকে জানালে, স্থানীয় মসজিদের মাইকে এলাকায় ডাকাত দল পড়েছে বলে ঘোষণা দেয়া হয়। তখন দুর্বৃত্ত্বরা নিয়াজের বসতঘরের পেছন দিয়ে পালিয়ে যায়। তবে এরপরেই পুরো উপজেলায় ছড়িয়ে ডাকাত আতঙ্ক, উপজেলার প্রায় সকল মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে সতর্ক বার্তা ঘোষণা দেয়া হয়। এদিকে এরকিছু সময় পরে পার্শ্ববর্তী দশমিনা উপজেলাতেও আতঙ্ক ছড়িয়ে পরে। দশমিনার মসজিদ গুলোর মাইকেও ঘোষণা দেয়া বাউফল থেকে ডাকাত দল দশমিনার দিকে আসছে সতর্ক থাকুন।

পুলিশ জানায়, রাতে দুই তিনজন অজ্ঞাত ব্যক্তি জনৈক ইসমাইল মাস্টারের বাসার জানালায় টোকা দেয় মর্মে একটি খবর ছড়িয়ে পরে। তবে আমরা সেনাবাহিনীসহ ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাত দলের কোনো অস্তিত্ব পাইনি। এলাকার মসজিদের মাইকে বিষয়টি ঘোষণা দেয়ায় পর্যায়ক্রমে ডাকাতের গুজব পুরো উপজেলায় ছড়িয়ে যায়।

বিজনেস আওয়ার/ ২৬ ডিসেম্বর / রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ডাকাতের ভয়ে নির্ঘুম পটুয়াখালীর ২ উপজেলার মানুষ

পোস্ট হয়েছে : ০৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: পটুয়াখালী জেলার বাউফল ও দশমিনা উপজেলার মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে ডাকাত আতঙ্ক। ডাকাতের ভয়ে নির্ঘুম দুই উপজেলার বাসিন্দারা। বুধবার (২৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে এই আতঙ্কের সূত্রপাত হয়৷

সরেজমিন ঘুরে ও পুলিশ সূত্রে জানা গেছে, বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড মধ্য মদনপুরা গ্রামের ভূঁইয়া বাড়িতে ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ নিয়াজের বসতঘরের জানালা ও দরজায় ধাক্কাধাক্কি করে একদল দুর্বৃত্ত। এসময় বাসায় অবস্থান নিয়াজের বাবা মুঠোফোনে এলাকার লোকজনকে জানালে, স্থানীয় মসজিদের মাইকে এলাকায় ডাকাত দল পড়েছে বলে ঘোষণা দেয়া হয়। তখন দুর্বৃত্ত্বরা নিয়াজের বসতঘরের পেছন দিয়ে পালিয়ে যায়। তবে এরপরেই পুরো উপজেলায় ছড়িয়ে ডাকাত আতঙ্ক, উপজেলার প্রায় সকল মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে সতর্ক বার্তা ঘোষণা দেয়া হয়। এদিকে এরকিছু সময় পরে পার্শ্ববর্তী দশমিনা উপজেলাতেও আতঙ্ক ছড়িয়ে পরে। দশমিনার মসজিদ গুলোর মাইকেও ঘোষণা দেয়া বাউফল থেকে ডাকাত দল দশমিনার দিকে আসছে সতর্ক থাকুন।

পুলিশ জানায়, রাতে দুই তিনজন অজ্ঞাত ব্যক্তি জনৈক ইসমাইল মাস্টারের বাসার জানালায় টোকা দেয় মর্মে একটি খবর ছড়িয়ে পরে। তবে আমরা সেনাবাহিনীসহ ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাত দলের কোনো অস্তিত্ব পাইনি। এলাকার মসজিদের মাইকে বিষয়টি ঘোষণা দেয়ায় পর্যায়ক্রমে ডাকাতের গুজব পুরো উপজেলায় ছড়িয়ে যায়।

বিজনেস আওয়ার/ ২৬ ডিসেম্বর / রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: