বিজনেস আওয়ার প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। আজ বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে গোদনাইলের বউ বাজার শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলেন, শান্তিনগর এলাকায় নূরে আলমের মালিকানাধীন একটি সুতার ফ্যাক্টরিতে প্রথমে আগুন লাগে। এরপর সেই আগুন ছড়িয়ে পাশের আরেকটি প্লাস্টিক কারখানা ধরে যায়। এতে উভয় ফ্যাক্টরির সব পণ্য পুড়ে ছাই হয়ে যায়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল আল আরেফিন বলেন, আমরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি। মোট ছয়টি ইউনিট কাজ করেছে। আগুনের সূত্রপাত আর ক্ষয়ক্ষতির পরিমাণ আপাতত বলতে পারছি না। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বিজনেস আওয়ার/ ১৫ জানুয়ারি / কাউছার
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: