বিজনেস আওয়ার ডেস্ক: ভারতের রাজধানী দিল্লি ও আশপাশের এলাকা ঢাকা পড়েছে ঘনকুয়াশায়। মূলত ভারতের উত্তরাঞ্চালজুড়ে ঝেঁকে বসেছে তীব্র শীত। এমন পরিস্থিতিতে দিল্লি বিমানবন্দরে ১৮৪টি ফ্লাইট বিলম্বিত ও ৭টি বাতিলের খবর পাওয়া গেছে।
আজ বুধবার (১৫ জানুয়ারি) সকালে দিল্লিতে তাপমাত্রা নামে ৯ ডিগ্রিতে। আবহাওয়া অফিস বিকেল ও রাতের দিকে আরও ঘনকুয়াশার পূর্বাভাস দিয়েছে। ফ্লাইট বিলম্বের পাশাপাশি দিল্লিগামী ২৬টি ট্রেনও ধীর গতিতে চলছে। সময় মতো ট্রেনগুলো গন্তব্যে পৌঁছাতে পারছে না। এর আগে ভারতের আবহাওয়া অফিস দিল্লিতে ঘনকুয়াশা ও আকাশ মেঘাচ্ছন্ন থাকার পূর্বাভাস দিয়েছিল। তাছাড়া বিকেলের দিকে হালকা বৃষ্টিও হতে পারে।
তাছাড়া এয়ার কোয়ালিটি ইনডেক্সে দেখা গেছে, বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৭৭ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে দিল্লি। অর্থাৎ শহরটির বায়ু মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এদিকে বিশ্বের দূষিত শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা দ্বিতীয় অবস্থনে রয়েছে। শহরটির স্কোর ২৫১।
বিজনেস আওয়ার/ ১৫ জানুয়ারি / হাসান