বিজনেস আওয়ার ডেস্ক: দুর্নীতির অভিযোগের পর পদত্যাগ করা যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক ফের মন্ত্রিত্ব ফিরে আসতে পারেন বলে গার্ডিয়ানের বিশ্লেষণ থেকে জানা গেছে। পদত্যাগপত্রে টিউলিপ নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং মন্ত্রিত্বের মানদণ্ডবিষয়ক স্বাধীন উপদেষ্টা লাউরি ম্যাগনাসও তার বিরুদ্ধে কোনো অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ খুঁজে পাননি।
প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার টিউলিপের পদত্যাগের পর এক চিঠিতে বলেন, “আপনার জন্য ভবিষ্যতের দরজা খোলা রয়েছে।” স্টারমার নিশ্চিত করেছেন যে ম্যাগনাস কোনো মন্ত্রিত্বের কোড লঙ্ঘন বা আর্থিক অনিয়মের প্রমাণ পাননি, যা টিউলিপের মন্ত্রিত্বে ফিরে আসার সম্ভাবনাকে উন্মুক্ত করে।
গার্ডিয়ান আরও জানায়, টিউলিপ ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যে পুরোনো রাজনৈতিক সখ্যতা রয়েছে। ২০২০ সালে কিয়ার স্টারমারের নেতৃত্বে লেবার পার্টির বিজয়ের পেছনে টিউলিপের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ফলে, এই সম্পর্ক টিউলিপের ফিরে আসার পথ উন্মুক্ত রাখতে পারে।
বিশ্লেষকদের মতে, যদি টিউলিপের বিরুদ্ধে কোনো নতুন অভিযোগ ওঠে না, তবে ভবিষ্যতে তাকে মন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে, তবে তার বিরুদ্ধে আরও তদন্তের প্রয়োজন থাকতে পারে।
বিজনেস আওয়ার/ ১৫ জানুয়ারি / রহমান