ঢাকা , শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএলে লক্ষ্ণৌয়ের অধিনায়ক পান্ত

  • পোস্ট হয়েছে : ১১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • 43

স্পোর্টস ডেস্ক: লখনৌ সুপার জায়ান্টসের নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করা হলো রিশাভ পান্তের নাম। রেকর্ড ২৭ কোটি রুপিতে পান্তকে দলে নিয়েছিল সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি। এবার তাকে দেওয়া হলো নেতৃত্বের গুরুদায়িত্বও।

পান্তকে দলে নেওয়ার পরই সঞ্জীব গোয়েঙ্কা জানিয়ে দিয়েছিলেন, মারকুটে এই উইকেটরক্ষককে তারা যেভাবেই হোক দলে চেয়েছিল। সোমবার সকালেই পান্তকে দেখা যায় কলকাতার গোয়াঙ্কা হাউসে। তখনই অনুমান করা হয়েছিল তাকে অধিনায়ক ঘোষণা করার জন্যই কলকাতায় আনা হয়েছে।

সঞ্জীব গোয়েঙ্কা বললেন, ‘আমরা অপেক্ষা করছিলাম একসঙ্গেই পান্তকে পাশে নিয়ে এই ঘোষণা করার জন্য। আমাদের লখনৌ সুপার জায়ান্ট দলের নতুন অধিনায়ক হচ্ছেন পান্ত। যখন দিল্লি ক্যাপিটালস তাকে ছেড়ে দেয় তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওকে দলে নিতেই হবে। কারণ গোটা কম্বিনেশনটাই ওকে নিয়ে তৈরি হয়েছিল।’

পান্তের প্রশংসা করে গোয়েঙ্কা আরও বলেন, ‘এখন সবাই মুম্বাই আর চেন্নাইয়ের কথা বলে, সকলে মাহি (ধোনি) আর রোহিতের নাম নেয়। কিন্তু আমার কথা মিলিয়ে নিও। আজ থেকে কয়েকবছর পর মাহি, রোহিত, রিশাভ তিনজনের নামই উঠে আসবে সেরা অধিনায়ক হিসেবে।’

নেতৃত্ব নেওয়া পান্ত এরপর হাসিমুখে বলেন, ‘যখন দলের মালিক এই ধরণের কথা বলে, তখন আত্মবিশ্বাস অনেক বেশি বেড়ে যায়। ১০০ শতাংশ থেকে ২০০ শতাংশ থেকে দিতে ইচ্ছা করে।’

বিজনেস আওয়ার/ ২১ জানুয়ারি / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আইপিএলে লক্ষ্ণৌয়ের অধিনায়ক পান্ত

পোস্ট হয়েছে : ১১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

স্পোর্টস ডেস্ক: লখনৌ সুপার জায়ান্টসের নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করা হলো রিশাভ পান্তের নাম। রেকর্ড ২৭ কোটি রুপিতে পান্তকে দলে নিয়েছিল সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি। এবার তাকে দেওয়া হলো নেতৃত্বের গুরুদায়িত্বও।

পান্তকে দলে নেওয়ার পরই সঞ্জীব গোয়েঙ্কা জানিয়ে দিয়েছিলেন, মারকুটে এই উইকেটরক্ষককে তারা যেভাবেই হোক দলে চেয়েছিল। সোমবার সকালেই পান্তকে দেখা যায় কলকাতার গোয়াঙ্কা হাউসে। তখনই অনুমান করা হয়েছিল তাকে অধিনায়ক ঘোষণা করার জন্যই কলকাতায় আনা হয়েছে।

সঞ্জীব গোয়েঙ্কা বললেন, ‘আমরা অপেক্ষা করছিলাম একসঙ্গেই পান্তকে পাশে নিয়ে এই ঘোষণা করার জন্য। আমাদের লখনৌ সুপার জায়ান্ট দলের নতুন অধিনায়ক হচ্ছেন পান্ত। যখন দিল্লি ক্যাপিটালস তাকে ছেড়ে দেয় তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওকে দলে নিতেই হবে। কারণ গোটা কম্বিনেশনটাই ওকে নিয়ে তৈরি হয়েছিল।’

পান্তের প্রশংসা করে গোয়েঙ্কা আরও বলেন, ‘এখন সবাই মুম্বাই আর চেন্নাইয়ের কথা বলে, সকলে মাহি (ধোনি) আর রোহিতের নাম নেয়। কিন্তু আমার কথা মিলিয়ে নিও। আজ থেকে কয়েকবছর পর মাহি, রোহিত, রিশাভ তিনজনের নামই উঠে আসবে সেরা অধিনায়ক হিসেবে।’

নেতৃত্ব নেওয়া পান্ত এরপর হাসিমুখে বলেন, ‘যখন দলের মালিক এই ধরণের কথা বলে, তখন আত্মবিশ্বাস অনেক বেশি বেড়ে যায়। ১০০ শতাংশ থেকে ২০০ শতাংশ থেকে দিতে ইচ্ছা করে।’

বিজনেস আওয়ার/ ২১ জানুয়ারি / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: