ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

‘সমুদ্র সীমা রক্ষায় নৌবাহিনীকে শক্তিশালী করে গড়ে তুলছি’

  • পোস্ট হয়েছে : ০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
  • 51

বিজনেস আওয়ার প্রতিবেদক : বাংলাদেশ যদি কখনো বহিঃশত্রুর আক্রমণ দ্বারা আক্রান্ত হয় তা মোকাবিলা করার মতো সক্ষমতা আমরা অর্জন করতে চাই। তাই আমরা সমুদ্র সীমা রক্ষার জন্য নৌবাহিনীকে শক্তিশালী করে গড়ে তুলছি। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) নৌবাহিনীর জাহাজ বানৌজা ওমর ফারুক, আবু উবাইদাহ, প্রত্যাশা, দর্শক এবং তল্লাশী-এর কমিশনিং দেওয়ার সময় এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

শক্তিশালী আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, আমরা যুদ্ধ চাই না। কিন্তু যদি বাংলাদেশ কখনো বহিঃশত্রুর আক্রমণ দ্বারা আক্রান্ত হয় তা মোকাবিলা করার মতো সক্ষমতা আমরা অর্জন করতে চাই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, আমরা কারো সঙ্গে যুদ্ধ করতে চাই না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের পররাষ্ট্রনীতিতে বলেছেন সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরীতা নয়। আর আমরা সেই নীতিতেই বিশ্বাস করি।

শেখ হাসিনা বলেন, আমাদের নৌবাহিনীর সদস্যরা প্রতিনিয়ত নৌপথে থেকে অনেক প্রতিকূলতা মোকাবিলা করে সমুদ্র এলাকার সার্বিক নিরাপত্তার নিশ্চয়তা বিধান করে যাচ্ছে। এটা সত্যি প্রশংসার দাবি রাখে এবং এটা সব সময় প্রশংসা করি। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীর ক্ষমতাকে আরও জোরদার করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস।

তিনি বলেন, নিজস্ব ইয়ার্ডে জাহাজ তৈরির সক্ষমতা এটা আমাদের আত্মবিশ্বাসকে বলীয়ান করে। আমরা হয়ত ভবিষ্যতে অন্য দেশের জন্য জাহাজ তৈরি করতে পারবো। ধীরে ধীরে আমাদের সেই সক্ষমতা আমরা অর্জন করবো।

নৌবাহিনীর অফিসার ও নাবিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, দিনটি শুধু বাংলাদেশ নৌবাহিনীর জন্য নয়। সমগ্র দেশ ও জাতির জন্য অত্যন্ত গৌরবের। বাংলাদেশ নৌবাহিনী তার ক্রমাগত অগ্রযাত্রা আরও এক ধাপ এগিয়ে গেল।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা নৌবাহিনীতে বর্তমান প্রজন্মের উন্নত সাবমেরিন, আমেরিকান পেট্রোল এয়ারক্রাফট, যুদ্ধ জাহাজ, হেলিকপ্টার ও বিশেষায়িত বাহিনী সংযোজন করেছি। এর মাধ্যমে একবিংশ চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা একটি ত্রিমাত্রিক নৌবাহিনী গঠনের প্রয়াস চালিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, আমরা এটাই চাই আমাদের দেশ এগিয়ে যাবে। সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি। আজকে আমরা যে জাহাজগুলো কমিশনিং করলাম সেগুলো আমাদের নৌবাহিনীকে আরও শক্তিশালি করবে। দক্ষ করবে বলে আমি বিশ্বাস করি।

বিজনেস আওয়ার/০৫ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

‘সমুদ্র সীমা রক্ষায় নৌবাহিনীকে শক্তিশালী করে গড়ে তুলছি’

পোস্ট হয়েছে : ০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক : বাংলাদেশ যদি কখনো বহিঃশত্রুর আক্রমণ দ্বারা আক্রান্ত হয় তা মোকাবিলা করার মতো সক্ষমতা আমরা অর্জন করতে চাই। তাই আমরা সমুদ্র সীমা রক্ষার জন্য নৌবাহিনীকে শক্তিশালী করে গড়ে তুলছি। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) নৌবাহিনীর জাহাজ বানৌজা ওমর ফারুক, আবু উবাইদাহ, প্রত্যাশা, দর্শক এবং তল্লাশী-এর কমিশনিং দেওয়ার সময় এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

শক্তিশালী আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, আমরা যুদ্ধ চাই না। কিন্তু যদি বাংলাদেশ কখনো বহিঃশত্রুর আক্রমণ দ্বারা আক্রান্ত হয় তা মোকাবিলা করার মতো সক্ষমতা আমরা অর্জন করতে চাই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, আমরা কারো সঙ্গে যুদ্ধ করতে চাই না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের পররাষ্ট্রনীতিতে বলেছেন সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরীতা নয়। আর আমরা সেই নীতিতেই বিশ্বাস করি।

শেখ হাসিনা বলেন, আমাদের নৌবাহিনীর সদস্যরা প্রতিনিয়ত নৌপথে থেকে অনেক প্রতিকূলতা মোকাবিলা করে সমুদ্র এলাকার সার্বিক নিরাপত্তার নিশ্চয়তা বিধান করে যাচ্ছে। এটা সত্যি প্রশংসার দাবি রাখে এবং এটা সব সময় প্রশংসা করি। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীর ক্ষমতাকে আরও জোরদার করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস।

তিনি বলেন, নিজস্ব ইয়ার্ডে জাহাজ তৈরির সক্ষমতা এটা আমাদের আত্মবিশ্বাসকে বলীয়ান করে। আমরা হয়ত ভবিষ্যতে অন্য দেশের জন্য জাহাজ তৈরি করতে পারবো। ধীরে ধীরে আমাদের সেই সক্ষমতা আমরা অর্জন করবো।

নৌবাহিনীর অফিসার ও নাবিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, দিনটি শুধু বাংলাদেশ নৌবাহিনীর জন্য নয়। সমগ্র দেশ ও জাতির জন্য অত্যন্ত গৌরবের। বাংলাদেশ নৌবাহিনী তার ক্রমাগত অগ্রযাত্রা আরও এক ধাপ এগিয়ে গেল।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা নৌবাহিনীতে বর্তমান প্রজন্মের উন্নত সাবমেরিন, আমেরিকান পেট্রোল এয়ারক্রাফট, যুদ্ধ জাহাজ, হেলিকপ্টার ও বিশেষায়িত বাহিনী সংযোজন করেছি। এর মাধ্যমে একবিংশ চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা একটি ত্রিমাত্রিক নৌবাহিনী গঠনের প্রয়াস চালিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, আমরা এটাই চাই আমাদের দেশ এগিয়ে যাবে। সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি। আজকে আমরা যে জাহাজগুলো কমিশনিং করলাম সেগুলো আমাদের নৌবাহিনীকে আরও শক্তিশালি করবে। দক্ষ করবে বলে আমি বিশ্বাস করি।

বিজনেস আওয়ার/০৫ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: