বিজনেস আওয়ার ডেস্ক: জো বাইডেনের শাসনামলে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তদন্তে জড়িত এফবিআই এজেন্টদের বরখাস্ত করা হতে পারে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। এই সিদ্ধান্তের অংশ হিসেবে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল দাঙ্গার তদন্তে জড়িত এফবিআই সদস্যদের পাশাপাশি কয়েকজন শীর্ষ কর্মকর্তাকেও অপসারণের বিষয়ে মূল্যায়ন চলছে।
সিএনএন জানিয়েছে, ট্রাম্প-সমর্থকদের বিরুদ্ধে পরিচালিত তদন্তের সঙ্গে যুক্ত ডজনখানেক এজেন্ট এবং কয়েকজন সুপারভাইজারকে চাকরিচ্যুত করার বিষয়টি পর্যালোচনাধীন।
ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, কয়েকশ এফবিআই সদস্যকে চাকরিচ্যুত করা হতে পারে। ক্যাপিটল দাঙ্গার মামলার সঙ্গে সম্পর্কিত প্রায় ৩০ জন ফেডারেল প্রসিকিউটরকে এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে।
তবে ট্রাম্পের নিয়োগ দেওয়া এফবিআই’র ভারপ্রাপ্ত পরিচালক ব্রায়ান ড্রিসকল এ ধরনের ব্যাপক ছাঁটাই অনুমোদন করতে অস্বীকৃতি জানিয়েছেন বলে উল্লেখ করেছে ওয়াশিংটন পোস্ট।
এমন পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন সিনেট জুডিশিয়ারি কমিটির ডেমোক্র্যাট সদস্য ডিক ডারবিন। তিনি বলেছেন, ট্রাম্প প্রশাসনের এই গণছাঁটাই এফবিআই ও বিচার বিভাগের বিশ্বাসযোগ্যতা এবং কার্যকারিতা নষ্ট করছে। এটি আইনের শাসনের ওপর স্পষ্ট আঘাত।
এফবিআই এজেন্টদের প্রতিনিধিত্বকারী সংগঠন এফবিআই এজেন্টস অ্যাসোসিয়েশন (এফবিআইএএ) এক বিবৃতিতে বলেছে, এফবিআই এজেন্টদের গণছাঁটাই সংস্থাটির জাতীয় নিরাপত্তা ও অপরাধ দমনের সক্ষমতাকে দুর্বল করবে।
ট্রাম্প প্রশাসনের প্রভাব
ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনী ফল উল্টে দেওয়ার ষড়যন্ত্র ও গোপন নথি সংরক্ষণের অভিযোগ আনা সাবেক বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ আগেই পদত্যাগ করেছেন। তবে বিচার বিভাগীয় নীতি অনুযায়ী, ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে কোনো অপরাধমূলক মামলা চালানো যায় না—এই নিয়মের ভিত্তিতে স্মিথ ট্রাম্পের বিরুদ্ধে করা মামলাগুলো প্রত্যাহার করে নিয়েছেন।
ট্রাম্প তার হোয়াইট হাউজে ফেরার প্রথমদিনই ক্যাপিটল হামলায় জড়িত দেড় হাজারের বেশি সমর্থককে ক্ষমা করে দেন। তিনি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পরপরই এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে পদত্যাগ করেন এবং ট্রাম্প তার ঘনিষ্ঠ সহযোগী কাশ প্যাটেলকে নতুন এফবিআই পরিচালক হিসেবে মনোনয়ন দেন।
সিনেট কমিটির শুনানিতে কাশ প্যাটেল বলেন, আমি রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার কোনো পরিকল্পনার কথা জানি না। তিনি আশ্বাস দিয়েছিলেন, এফবিআই কর্মীদের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হবে না।
সূত্র: এএফপি
বিজনেস আওয়ার/ ০১ ফেব্রুয়ারি / হাসান