ঢাকা , রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ২০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রাষ্ট্র পুনর্গঠন থেকে পিছিয়ে গেলে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে

  • পোস্ট হয়েছে : ১৬ মিনিট আগে
  • 1

বিজনেস আওয়ার প্রতিবেদক: রাষ্ট্র পুনর্গঠনের প্রক্রিয়া থেকে পিছিয়ে গেলে দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “যদি আমরা নিজেদের স্বার্থের জন্য তর্কে লিপ্ত থাকি, তবে পালিয়ে যাওয়া স্বৈরাচারই সর্বাধিক লাভবান হবে।”

আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আমরা আলোচনা করতে পারি যারা সংসদ পরিচালনা করবে, সংসদের মেয়াদ কত হবে, একজন ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন—এসব নিয়ে। তবে যদি আমরা অযথা আলোচনা করতে থাকি, তবে রাষ্ট্র পুনর্গঠনে পিছিয়ে পড়ব, যা দেশের জন্য ক্ষতিকর হবে।”

তারেক রহমান আরো উল্লেখ করেন, “গত ১৫ বছর ধরে জনগণের ভোট দেওয়ার সুযোগ ছিল না। ভোটারদের ভোট দেওয়ার অধিকারকে অস্ত্রের মুখে কেড়ে নেওয়া হয়েছে, ফলে নির্বাচনগুলিতে ভিন্ন কৌশল গ্রহণ করা হয়েছে। এ কারণে লক্ষাধিক টাকা বিদেশে পাচার করা হয়েছে এবং দেশের প্রতিষ্ঠানগুলো অব্যাহতভাবে ধ্বংস হয়েছে।”

তিনি বলেন, “নির্বাচন ও বিচারব্যবস্থা পুনর্গঠন করতে হবে এবং যত দ্রুত সম্ভব রাষ্ট্রীয় কাঠামোর এই পুনর্গঠন প্রক্রিয়া শুরু করা যাবে, তত দ্রুত দেশকে উন্নত করা সম্ভব হবে। বিএনপি একমাত্র রাজনৈতিক শক্তি যা জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ গঠনে সক্ষম।” বক্তব্যের শেষে, তিনি দেশ পুনর্গঠনে সবার মধ্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

জেলা বিএনপির আহ্বায়ক এম মান্নানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল, নির্বাহী কমিটির সদস্য শেখ শামিম প্রমুখ।

বিজনেস আওয়ার/ ০২ ফেব্রুয়ারি / কাউছার

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রাষ্ট্র পুনর্গঠন থেকে পিছিয়ে গেলে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে

পোস্ট হয়েছে : ১৬ মিনিট আগে

বিজনেস আওয়ার প্রতিবেদক: রাষ্ট্র পুনর্গঠনের প্রক্রিয়া থেকে পিছিয়ে গেলে দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “যদি আমরা নিজেদের স্বার্থের জন্য তর্কে লিপ্ত থাকি, তবে পালিয়ে যাওয়া স্বৈরাচারই সর্বাধিক লাভবান হবে।”

আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আমরা আলোচনা করতে পারি যারা সংসদ পরিচালনা করবে, সংসদের মেয়াদ কত হবে, একজন ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন—এসব নিয়ে। তবে যদি আমরা অযথা আলোচনা করতে থাকি, তবে রাষ্ট্র পুনর্গঠনে পিছিয়ে পড়ব, যা দেশের জন্য ক্ষতিকর হবে।”

তারেক রহমান আরো উল্লেখ করেন, “গত ১৫ বছর ধরে জনগণের ভোট দেওয়ার সুযোগ ছিল না। ভোটারদের ভোট দেওয়ার অধিকারকে অস্ত্রের মুখে কেড়ে নেওয়া হয়েছে, ফলে নির্বাচনগুলিতে ভিন্ন কৌশল গ্রহণ করা হয়েছে। এ কারণে লক্ষাধিক টাকা বিদেশে পাচার করা হয়েছে এবং দেশের প্রতিষ্ঠানগুলো অব্যাহতভাবে ধ্বংস হয়েছে।”

তিনি বলেন, “নির্বাচন ও বিচারব্যবস্থা পুনর্গঠন করতে হবে এবং যত দ্রুত সম্ভব রাষ্ট্রীয় কাঠামোর এই পুনর্গঠন প্রক্রিয়া শুরু করা যাবে, তত দ্রুত দেশকে উন্নত করা সম্ভব হবে। বিএনপি একমাত্র রাজনৈতিক শক্তি যা জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ গঠনে সক্ষম।” বক্তব্যের শেষে, তিনি দেশ পুনর্গঠনে সবার মধ্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

জেলা বিএনপির আহ্বায়ক এম মান্নানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল, নির্বাহী কমিটির সদস্য শেখ শামিম প্রমুখ।

বিজনেস আওয়ার/ ০২ ফেব্রুয়ারি / কাউছার

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: