বিজনেস আওয়ার প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) গত ২১ জানুয়ারি (মঙ্গলবার) প্রধান সূচক ছিল ৫ হাজার ২০২ পয়েন্ট। এরপর থেকেই টানা পতন প্রবণতায় ছিল বাজার।
টানা ৭ কর্মদিবস নেতিবাচক থাকার পর ডিএসইর সূচক ৯০ পয়েন্ট হারিয়ে আজ রোববার (০২ ফেব্রুয়ারি) ইতিবাচক প্রবণতায় টার্ন নিয়েছে শেয়ারবাজার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সোয়া ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১২৬ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৫৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন হয়েছিল ৩৮৯ কোটি ৯৫ লাখ টাকার। সে হিসাবে লেনদেন কমেছে ৩৩ কোটি ৫৩ লাখ টাকার বা ৯ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৮৭টির বা ৪৭.৪৬ শতাংশের, কমেছে ১৫৫টির বা ৩৯.৩৪ শতাংশের ও পরিবর্তন হয়নি ৫২টির বা ১৩.১৯ শতাংশের।
অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৪ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ১২ কোটি ৭৮ লাখ টাকার।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৭টির, কমেছে ৭৩টির এবং পরিবর্তন হয়নি ৩৪টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৪৫পয়েন্টে। আগেরদিন সূচক কমেছিল ৩১ পয়েন্ট।
বিজনেস আওয়ার/ ০২ ফেব্রুয়ারি / এ এইচ