ঢাকা , সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ২১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দূষণবিরোধী অভিযানে ৪ ইটভাটা বন্ধ, জরিমানা ১৭ লাখ

  • পোস্ট হয়েছে : ১৩ মিনিট আগে
  • 1

বিজনেস আওয়ার প্রতিবেদক: পরিবেশ অধিদপ্তরের ব্যবস্থাপনায় অবৈধ ইটভাটা, নিষিদ্ধ পলিথিন এবং বায়ুদূষণ রোধে দেশের বিভিন্ন জেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে জরিমানা করা হয়েছে ১৭ লাখ টাকা।

রোববার (২ ফেব্রুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রোববার বায়ুদূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে বাগেরহাট, রংপুর, কিশোরগঞ্জ, নীলফামারী, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, মানিকগঞ্জ ও পঞ্চগড় জেলায় ৯টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। ২০টি মামলার মাধ্যমে ১৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ৪টি ইটভাটার কিলন ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এছাড়া একটি ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়।

বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ অনুসারে নির্মাণসামগ্রীর মাধ্যমে বায়ুদূষণের দায়ে নারায়ণগঞ্জ ও ঢাকা মহানগরের বনানী ও মালিবাগ এলাকায় ৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ১০টি মামলার মাধ্যমে তিন লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয়।

এছাড়া চট্টগ্রাম, নীলফামারী ও বাগেরহাট জেলায় নিষিদ্ধঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রি, সরবরাহ ও বাজারজাত করার দায়ে ৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। পাঁচটি মামলার মাধ্যমে ১৫ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। এদিন অভিযানে সারাদেশে আনুমানিক ৩০৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন দোকান মালিককে নিষিদ্ধ পলিথিন ব্যবহার না করার সতর্কবার্তা দেওয়া হয়।

যানবাহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ঢাকা মহানগরের পল্লবীতে মোবাইল কোর্ট পরিচালনা করে। চারটি মামলার মাধ্যমে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ১০টি পরিবহনের চালককে সতর্ক করা হয়।

বিজনেস আওয়ার/ ০৩ ফেব্রুয়ারি / কাউছার

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দূষণবিরোধী অভিযানে ৪ ইটভাটা বন্ধ, জরিমানা ১৭ লাখ

পোস্ট হয়েছে : ১৩ মিনিট আগে

বিজনেস আওয়ার প্রতিবেদক: পরিবেশ অধিদপ্তরের ব্যবস্থাপনায় অবৈধ ইটভাটা, নিষিদ্ধ পলিথিন এবং বায়ুদূষণ রোধে দেশের বিভিন্ন জেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে জরিমানা করা হয়েছে ১৭ লাখ টাকা।

রোববার (২ ফেব্রুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রোববার বায়ুদূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে বাগেরহাট, রংপুর, কিশোরগঞ্জ, নীলফামারী, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, মানিকগঞ্জ ও পঞ্চগড় জেলায় ৯টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। ২০টি মামলার মাধ্যমে ১৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ৪টি ইটভাটার কিলন ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এছাড়া একটি ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়।

বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ অনুসারে নির্মাণসামগ্রীর মাধ্যমে বায়ুদূষণের দায়ে নারায়ণগঞ্জ ও ঢাকা মহানগরের বনানী ও মালিবাগ এলাকায় ৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ১০টি মামলার মাধ্যমে তিন লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয়।

এছাড়া চট্টগ্রাম, নীলফামারী ও বাগেরহাট জেলায় নিষিদ্ধঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রি, সরবরাহ ও বাজারজাত করার দায়ে ৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। পাঁচটি মামলার মাধ্যমে ১৫ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। এদিন অভিযানে সারাদেশে আনুমানিক ৩০৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন দোকান মালিককে নিষিদ্ধ পলিথিন ব্যবহার না করার সতর্কবার্তা দেওয়া হয়।

যানবাহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ঢাকা মহানগরের পল্লবীতে মোবাইল কোর্ট পরিচালনা করে। চারটি মামলার মাধ্যমে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ১০টি পরিবহনের চালককে সতর্ক করা হয়।

বিজনেস আওয়ার/ ০৩ ফেব্রুয়ারি / কাউছার

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: