বিজনেস আওয়ার প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৩ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২৬ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৫৩ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৪ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪০ আর ‘ডিএস-৩০’ সূচক ০৩ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১২ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২০৫ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫২টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭ কোম্পানির শেয়ারদর।
বিজনেস আওয়ার/ ০৩ ফেব্রুয়ারি / এ এইচ