বিনোদন ডেস্ক: অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়ার কন্যা আরাধ্যা বচ্চন জন্মের আগে থেকেই তারকা। তাকে নিয়ে প্রায়ই গণমাধ্যমে সংবাদ। তার বয়স এখন ১৩ বছর। বলিউড শাহেন শাহ অমিতাভের এ নাতনিকে নিয়ে সাধারণ মানুষের কৌতূহল বরাবরই তুঙ্গে ছিল।
কিন্তু এবার আরাধ্যাকে নিয়ে মিডিয়ায় ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হচ্ছে। এ অভিযোগে জানাতে দিল্লি হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন আরাধ্যা বচ্চন। অভিযোগ বলা হয়েছে, আরাধ্যা বচ্চনের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ধরনের মিথ্যা, ভুয়া ও বিভ্রান্তিকর খবর ছড়িয়ে রয়েছে সোশ্যাল মিডিয়াসহ নেটদুনিয়ার নানান প্ল্যাটফর্মে।
সেই অভিযোগের প্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট নোটিশ জারি করেছে। এরই মধ্যে গুগল, বলিউড টাইমসসহ একাধিক অনলাইন প্ল্যাটফর্মকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আগামী ১৭ মার্চ এই মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছ।
এর আগে ২০২৩ সালের এপ্রিল মাসে, দিল্লি হাইকোর্ট একাধিক ইউটিউব চ্যানেলকে আরাধ্যার স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত বিভ্রান্তিকর তথ্য ও ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ দেয়। আদালত জানায়, প্রতিটি শিশু, তা সে তারকা সন্তান হোক কী সাধারণ, প্রত্যেকের অধিকার আছে সম্মান পাওয়ার। যেকোনো শিশুর স্বাস্থ্য সংক্রান্ত ভুয়া খবর ছড়ানো ভারতীয় আইনে অপরাধ। একাধিক ইউটিউব চ্যানেলে প্রকাশিত ২৪টি ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিজনেস আওয়ার/ ০৪ ফেব্রুয়ারি / রানা