বিজনেস আওয়ার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশ স্থগিত করেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) ম্যারিল্যান্ড জেলা আদালতের বিচারপতি ডেবোরা বোর্ডম্যান এ রায় দেন।
বিচারপতি বলেন, “আজ যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রায় প্রতিটি শিশু জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পায়, যা দেশের আইন ও ঐতিহ্য।”
এই রায়ের ফলে ট্রাম্পের ২০ জানুয়ারির নির্বাহী আদেশ কার্যকর হওয়া স্থগিত হয়েছে এবং এটি অনির্দিষ্টকালের জন্য কার্যকর থাকছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, মামলাটি দীর্ঘ আইনি লড়াইয়ে পরিণত হতে পারে এবং এটি কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত চলতে পারে।
ট্রাম্প প্রশাসন এই রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে মনে করা হচ্ছে। নতুন নীতির আওতায়, যেসব শিশুদের বাবা-মা যুক্তরাষ্ট্রের বৈধ নাগরিক বা স্থায়ী বাসিন্দা নন, তাদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব প্রাপ্তি বাতিল হওয়ার কথা ছিল।
বিচারপতি বোর্ডম্যান বলেন, ট্রাম্পের আদেশ যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের নাগরিকত্ব নীতির সঙ্গে সাংঘর্ষিক। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এর আগে কখনো এমন ব্যাখ্যা করেনি, এবং এই আদালতও তা করবে না।
এর আগে, সিয়াটলের আরেকটি ফেডারেল বিচারপতি ট্রাম্পের আদেশকে ‘স্পষ্টভাবে অসাংবিধানিক’ বলে অভিহিত করেন এবং ১৪ দিনের জন্য এটি স্থগিত করেন। ওই রায়ের মেয়াদ বৃহস্পতিবার শেষ হবে, এরপর নতুন শুনানি অনুষ্ঠিত হবে।
বিজনেস আওয়ার/ ০৬ ফেব্রুয়ারি / হাসান