ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইআরএফের সভাপতি শারমীন, সম্পাদক রাশিদুল

  • পোস্ট হয়েছে : ১২:০০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
  • 67

বিজনেস আওয়ার প্রতিবেদক : অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাভিশন টেলিভিশনের নিউজ এডিটর শারমীন রিনভী। আর সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার এস এম রাশিদুল ইসলাম।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে দ্বিবার্ষিক সভা ও ২০২০-২১ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম।

ইআরএফের ২৩৮ ভোটারের মধ্যে ২১৬ জন ভোট দিয়েছেন। এর মধ্যে একটি ব্যালট বাতিল হয়েছে। শারমীন রিনভী ১২৪ ভোট পেয়ে সভাপতি হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অনলাইন নিউজ পোর্টাল অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান পেয়েছেন ৯০ ভোট।

এদিকে, সহসভাপতি পদে বার্তা সংস্থা এএফপির ব্যুরো চিফ এম শফিকুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সহ-সাধারণ সম্পাদক পদে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের জ্যেষ্ঠ প্রতিবেদক কুতুব উদ্দিন মুহাম্মদ জসিম এবং অর্থ সম্পাদক পদে দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার রেজাউল হক কৌশিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এছাড়া চারটি সদস্য পদে যথাক্রমে বার্তা সংস্থা রয়টার্সের সাবেক ব্যুরো চিফ সিরাজুল ইসলাম কাদির, সময়ের আলোর বিজনেস এডিটর সৈয়দ শাহনেওয়াজ করিম, ফাইন্যান্সিয়াল এক্সেপ্রেসের বিশেষ প্রতিনিধি আজিজুর রহমান রিপন ও জনকণ্ঠের স্টাফ রিপোর্টার রহিম শেখ নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা বোর্ডে সদস্য হিসেবে ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও বাংলাদেশ জনসংযোগ সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু।

বিজনেস আওয়ার/০৭ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ইআরএফের সভাপতি শারমীন, সম্পাদক রাশিদুল

পোস্ট হয়েছে : ১২:০০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক : অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাভিশন টেলিভিশনের নিউজ এডিটর শারমীন রিনভী। আর সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার এস এম রাশিদুল ইসলাম।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে দ্বিবার্ষিক সভা ও ২০২০-২১ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম।

ইআরএফের ২৩৮ ভোটারের মধ্যে ২১৬ জন ভোট দিয়েছেন। এর মধ্যে একটি ব্যালট বাতিল হয়েছে। শারমীন রিনভী ১২৪ ভোট পেয়ে সভাপতি হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অনলাইন নিউজ পোর্টাল অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান পেয়েছেন ৯০ ভোট।

এদিকে, সহসভাপতি পদে বার্তা সংস্থা এএফপির ব্যুরো চিফ এম শফিকুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সহ-সাধারণ সম্পাদক পদে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের জ্যেষ্ঠ প্রতিবেদক কুতুব উদ্দিন মুহাম্মদ জসিম এবং অর্থ সম্পাদক পদে দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার রেজাউল হক কৌশিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এছাড়া চারটি সদস্য পদে যথাক্রমে বার্তা সংস্থা রয়টার্সের সাবেক ব্যুরো চিফ সিরাজুল ইসলাম কাদির, সময়ের আলোর বিজনেস এডিটর সৈয়দ শাহনেওয়াজ করিম, ফাইন্যান্সিয়াল এক্সেপ্রেসের বিশেষ প্রতিনিধি আজিজুর রহমান রিপন ও জনকণ্ঠের স্টাফ রিপোর্টার রহিম শেখ নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা বোর্ডে সদস্য হিসেবে ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও বাংলাদেশ জনসংযোগ সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু।

বিজনেস আওয়ার/০৭ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: