ঢাকা , শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

১০ জনের দল নিয়ে রোমাঞ্চকর জয় আল নাসরের

  • পোস্ট হয়েছে : ০৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
  • 48

স্পোর্টস ডেস্ক: সৌদি প্রো লিগের উত্তেজনাপূর্ণ ম্যাচে আল নাসর ১০ জনের দল নিয়েও আল আহলির বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে। ম্যাচের ৪৭তম মিনিটে ফরাসি ডিফেন্ডার মোহামেদ সিমাকান লাল কার্ড দেখলে আল নাসর চাপে পড়ে। তবে তখনও দলটি ১-০ গোলে এগিয়ে ছিল, নতুন সাইনিং জন দুরানের করা গোলের সৌজন্যে।

ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে কোচ স্তেফানো পিওলি রক্ষণ শক্তিশালী করতে ক্রিশ্চিয়ানো রোনালদোকে তুলে নিয়ে ডিফেন্ডার মোহাম্মদ আল ফাতিলকে মাঠে নামান। বদলির আগে রোনালদোকে ডেকে কিছু নির্দেশনা দেন পিওলি। এরপর রোনালদো সতীর্থদের উজ্জীবিত করেন এবং ধীরে মাঠ ছাড়েন। গোলশূন্য থাকা সত্ত্বেও তিনি হতাশ ছিলেন না, বরং দলের স্বার্থে কোচের সিদ্ধান্ত মেনে নেন।

এটি ছিল আল নাসরের হয়ে কোনো ইনজুরি ছাড়াই রোনালদোর সবচেয়ে আগাম বদলি হওয়া ম্যাচ। ৪০ বছর বয়সী এই তারকা ১,০০০ গোলের মাইলফলকের দিকে এগোতে চাইছিলেন, তবে দলের প্রয়োজনের কথা বিবেচনা করে মাঠ ছাড়েন।

রোনালদোর এই ইতিবাচক মানসিকতার প্রশংসা করেন দুরানও। তিনি বলেন, ‘রোনালদো আমাদের জন্য সবকিছু সহজ করে দিয়েছেন। তিনি ইতিহাসের সেরা খেলোয়াড়, কিন্তু দলের জন্য নিজের ব্যক্তিগত ইচ্ছাকে ত্যাগ করতে প্রস্তুত। এটি আল নাসরের জন্য একটি বড় প্রাপ্তি।’

রোনালদো মাঠে ৭৬ মিনিট খেললেও খুব একটা প্রভাব ফেলতে পারেননি। মাত্র একবার শট নিয়েছিলেন, যা প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগেছিল। তিনি ১২টি পাস দিলেও কোনো সুযোগ তৈরি করতে পারেননি।

রোনালদো মাঠ ছাড়ার দুই মিনিট পরই আল আহলি সমতা ফেরায় ইভান টোনির গোলে। কিন্তু এরপরও আল নাসর ১০ জনের দল নিয়েই ঘুরে দাঁড়ায়। ৮০তম মিনিটে আয়মান ইয়াহিয়া এবং ৮৮তম মিনিটে দুরানের গোল দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেয়। যোগ করা সময়ের শেষ মুহূর্তে সুমাইহান আল-নাবিত আল আহলির পক্ষে একটি গোল শোধ করলেও সেটি ম্যাচের ফল পরিবর্তন করতে পারেনি।

বিজনেস আওয়ার/ ১৪ ফেব্রুয়ারি / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

১০ জনের দল নিয়ে রোমাঞ্চকর জয় আল নাসরের

পোস্ট হয়েছে : ০৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫

স্পোর্টস ডেস্ক: সৌদি প্রো লিগের উত্তেজনাপূর্ণ ম্যাচে আল নাসর ১০ জনের দল নিয়েও আল আহলির বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে। ম্যাচের ৪৭তম মিনিটে ফরাসি ডিফেন্ডার মোহামেদ সিমাকান লাল কার্ড দেখলে আল নাসর চাপে পড়ে। তবে তখনও দলটি ১-০ গোলে এগিয়ে ছিল, নতুন সাইনিং জন দুরানের করা গোলের সৌজন্যে।

ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে কোচ স্তেফানো পিওলি রক্ষণ শক্তিশালী করতে ক্রিশ্চিয়ানো রোনালদোকে তুলে নিয়ে ডিফেন্ডার মোহাম্মদ আল ফাতিলকে মাঠে নামান। বদলির আগে রোনালদোকে ডেকে কিছু নির্দেশনা দেন পিওলি। এরপর রোনালদো সতীর্থদের উজ্জীবিত করেন এবং ধীরে মাঠ ছাড়েন। গোলশূন্য থাকা সত্ত্বেও তিনি হতাশ ছিলেন না, বরং দলের স্বার্থে কোচের সিদ্ধান্ত মেনে নেন।

এটি ছিল আল নাসরের হয়ে কোনো ইনজুরি ছাড়াই রোনালদোর সবচেয়ে আগাম বদলি হওয়া ম্যাচ। ৪০ বছর বয়সী এই তারকা ১,০০০ গোলের মাইলফলকের দিকে এগোতে চাইছিলেন, তবে দলের প্রয়োজনের কথা বিবেচনা করে মাঠ ছাড়েন।

রোনালদোর এই ইতিবাচক মানসিকতার প্রশংসা করেন দুরানও। তিনি বলেন, ‘রোনালদো আমাদের জন্য সবকিছু সহজ করে দিয়েছেন। তিনি ইতিহাসের সেরা খেলোয়াড়, কিন্তু দলের জন্য নিজের ব্যক্তিগত ইচ্ছাকে ত্যাগ করতে প্রস্তুত। এটি আল নাসরের জন্য একটি বড় প্রাপ্তি।’

রোনালদো মাঠে ৭৬ মিনিট খেললেও খুব একটা প্রভাব ফেলতে পারেননি। মাত্র একবার শট নিয়েছিলেন, যা প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগেছিল। তিনি ১২টি পাস দিলেও কোনো সুযোগ তৈরি করতে পারেননি।

রোনালদো মাঠ ছাড়ার দুই মিনিট পরই আল আহলি সমতা ফেরায় ইভান টোনির গোলে। কিন্তু এরপরও আল নাসর ১০ জনের দল নিয়েই ঘুরে দাঁড়ায়। ৮০তম মিনিটে আয়মান ইয়াহিয়া এবং ৮৮তম মিনিটে দুরানের গোল দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেয়। যোগ করা সময়ের শেষ মুহূর্তে সুমাইহান আল-নাবিত আল আহলির পক্ষে একটি গোল শোধ করলেও সেটি ম্যাচের ফল পরিবর্তন করতে পারেনি।

বিজনেস আওয়ার/ ১৪ ফেব্রুয়ারি / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: