বিজনেস আওয়ার প্রতিবেদক (চুয়াডাঙ্গা) : ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগরে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে জীবননগর উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা সমবায় অফিসার মোতাহার হোসেন ও জীবননগর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মোল্লা সেলিম।
আলোচনা সভা শেষে জীবননগরের ‘এবলুম বাংলা’ সমিতিকে জাতীয় সমবায় পুরস্কার হিসাবে খুলনা বিভাগের শ্রেষ্ঠ সমিতির পুরস্কার প্রদান করা হয়। ‘এবলুম বাংলা’ সমবায় সমিতির ব্যবস্থাপক হোসাইন আহম্মদ উপস্থিত থেকে প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।
খুলনা বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় এবলুম বাংলা ও শিকড় সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাব্বির আহমেদ মুহিত এবলুম ও শিকড়ের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসার মাসুদুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘শিকড় সমাজকল্যাণ সংস্থার’ সাধারণ সম্পাদক ও সাংবাদিক মিথুন মাহমুদ।
বিজনেস আওয়ার/০৭ নভেম্বর, ২০২০/এ