বিজনেস আওয়ার প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কোহিনুর কেমিক্যাল লিমিটেড ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য ৪৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৩৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮.৩২ টাকা। গত বছর একই সময়ে মুনাফা ছিল ৮.৬৪ টাকা (রিস্টেটেড)।
সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১.৩০ টাকা।
৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৯.৩৪ টাকা।
কোম্পানিটি ৩৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর বিকাল ৩টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্যরেকর্ড তারিখ নির্ধারণ করেছে ২৬ নভেম্বর।
বিজনেস আওয়ার/০৭ নভেম্বর, ২০২০/এসএম
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: