ঢাকা , বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ওমরা করতে গেলেন বর্ষা, অনন্ত কোথায়

  • পোস্ট হয়েছে : ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • 11

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা ওমরা হজ পালনের জন্য সৌদি আরবের পবিত্র মক্কায় গিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুকে বর্ষা ওমরা পালনের কয়েকটি ছবি প্রকাশ করে সেই তথ্য নিশ্চিত করেছেন।

পোস্টটি দিয়ে এর ক্যাপশনে বর্ষা লেখেন, ‘আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করুন, আমিন। আমার আত্মাটা রেখে গেলাম। ইনশাআল্লাহ আবার ফিরে আসব।’

বর্ষা কোথাও গেলে সাধারণত সঙ্গী হয়ে থাকেন তার স্বামী অনন্ত জলিল। কিন্তু ফেসবুকে প্রকাশিত ছবিতে বর্ষাকে একা দেখা গেছে। তাই অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে- বর্ষা একা কেন? অনন্ত জলিল কোথায়? বর্ষা অবশ্য এ প্রশ্নের উত্তর দেননি।

এদিকে অনন্ত জলিলের অবস্থান জানতে যোগাযোগ করে সাড়া মেলেনি। তবে অভিনেতার ঘনিষ্ঠজনেরা বলছেন তিনি দেশেই রয়েছেন। বর্ষা গত ৬ মার্চ ওমরা পালনের উদ্দেশে পবিত্র নগরী মক্কায় গিয়েছেন। ওমরা পালন শেষে আগামী ১৩ মার্চ ঢাকায় ফিরবেন বলে তিনি জানিয়েছেন।

বর্ষা সবশেষ ২০২৩ সালে ‘কিল হিম’ সিনেমায় অভিনয় করেছেন। অ্যাকশন নির্ভর গল্পের এ সিনেমাটিতে অনন্ত জলিলের সঙ্গেই দেখা গেছে তাকে। সিনেমাটি নির্মাণ করেছেন মোহাম্মদ ইকবাল। অনন্ত-বর্ষা জুটির ‘নেত্রী দ্য লিডার’ সিনেমাটি মুক্তির মিছিলে রয়েছে।

বিজনেস আওয়ার/ ১১ মার্চ / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ওমরা করতে গেলেন বর্ষা, অনন্ত কোথায়

পোস্ট হয়েছে : ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা ওমরা হজ পালনের জন্য সৌদি আরবের পবিত্র মক্কায় গিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুকে বর্ষা ওমরা পালনের কয়েকটি ছবি প্রকাশ করে সেই তথ্য নিশ্চিত করেছেন।

পোস্টটি দিয়ে এর ক্যাপশনে বর্ষা লেখেন, ‘আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করুন, আমিন। আমার আত্মাটা রেখে গেলাম। ইনশাআল্লাহ আবার ফিরে আসব।’

বর্ষা কোথাও গেলে সাধারণত সঙ্গী হয়ে থাকেন তার স্বামী অনন্ত জলিল। কিন্তু ফেসবুকে প্রকাশিত ছবিতে বর্ষাকে একা দেখা গেছে। তাই অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে- বর্ষা একা কেন? অনন্ত জলিল কোথায়? বর্ষা অবশ্য এ প্রশ্নের উত্তর দেননি।

এদিকে অনন্ত জলিলের অবস্থান জানতে যোগাযোগ করে সাড়া মেলেনি। তবে অভিনেতার ঘনিষ্ঠজনেরা বলছেন তিনি দেশেই রয়েছেন। বর্ষা গত ৬ মার্চ ওমরা পালনের উদ্দেশে পবিত্র নগরী মক্কায় গিয়েছেন। ওমরা পালন শেষে আগামী ১৩ মার্চ ঢাকায় ফিরবেন বলে তিনি জানিয়েছেন।

বর্ষা সবশেষ ২০২৩ সালে ‘কিল হিম’ সিনেমায় অভিনয় করেছেন। অ্যাকশন নির্ভর গল্পের এ সিনেমাটিতে অনন্ত জলিলের সঙ্গেই দেখা গেছে তাকে। সিনেমাটি নির্মাণ করেছেন মোহাম্মদ ইকবাল। অনন্ত-বর্ষা জুটির ‘নেত্রী দ্য লিডার’ সিনেমাটি মুক্তির মিছিলে রয়েছে।

বিজনেস আওয়ার/ ১১ মার্চ / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: