ঢাকা , সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ভয়েস অব আমেরিকার প্রায় ১৫০০ কর্মীকে ছুটিতে পাঠানো হয়েছে

  • পোস্ট হয়েছে : ০১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • 7

বিজনেস আওয়ার ডেস্ক: ভয়েস অব আমেরিকার প্রায় ১৫০০ কর্মীকে শনিবার ছুটিতে পাঠানো হয়েছে। এছাড়া দুটি মার্কিন সংবাদ সংস্থার অর্থায়নও বন্ধ করে দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রায়ত্ত মূল গণমাধ্যম ও আরও ছয়টি ফেডারেল সংস্থার বাজেট কমানোর নির্দেশ দেওয়ার একদিন পরেই এই পদক্ষেপ নেওয়া হলো। খবর রয়টার্সের।

ভয়েস অব আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোভিৎজ জানিয়েছেন, তার প্রতিষ্ঠানের সাংবাদিক, প্রযোজক ও সহকারীসহ ১ হাজার ৩০০ কর্মীকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। ফলে ৫০টি ভাষায় সংবাদ প্রচারকারী এই গণমাধ্যমের কার্যক্রম বন্ধ হওয়ার পথে।

লিঙ্কডইনে দেওয়া এক পোস্টে মাইকেল আব্রামোভিৎজ বলেন, ৮৩ বছরে এই প্রথম ভয়েস অব আমেরিকার (ভিওএ) কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। এটা ভীষণ দুঃখজনক। তিনি বলেন, বিশ্বজুড়ে স্বাধীনতা ও গণতন্ত্রের লড়াইয়ে এই গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

ভয়েস অব আমেরিকার মূল সংস্থা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া (ইউএসএজিএম) পূর্ব ইউরোপের দেশগুলোর জন্য সম্প্রচারকারী রেডিও ফ্রি ইউরোপ এবং রেডিও লিবার্টির অনুদানও বাতিল করা হয়েছে। এর আওতায় রাশিয়া ও ইউক্রেনসহ বিভিন্ন দেশে সম্প্রচার বন্ধ হয়ে যাবে। একইসঙ্গে চীন ও উত্তর কোরিয়ার জন্য সম্প্রচারকারী রেডিও ফ্রি এশিয়ার অনুদানও বন্ধ করে দেওয়া হয়েছে।

ট্রাম্পের নির্দেশাবলী এমন একটি সংস্থাকে ধ্বংস করে দিচ্ছে যা কর্তৃত্ববাদী দেশগুলোর জন্য নির্ভরযোগ্য সংবাদের একটি বিরল উৎস হিসেবে কাজ করেছে।

১৯৪২ সালে নাৎসি প্রচারণার বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রতিষ্ঠিত ভয়েস অব আমেরিকা (ভিওএ) এখন প্রতি সপ্তাহে ৩৬ কোটি মানুষের কাছে বার্তা পৌঁছে দেয়। সংস্থাটির সর্বশেষ কংগ্রেস রিপোর্ট অনুসারে, ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার (ইউএসএজিএম) অধীনে প্রায় সাড়ে তিন হাজার কর্মী কাজ করেন এবং ২০২৪ সালে তাদের বাজেট ছিল ৮৮৬ মিলিয়ন ডলার।

সংস্থাটির সিওল ব্যুরোর প্রধান উইলিয়াম গ্যালো রোববার জানান, তিনি প্রতিষ্ঠানটির সব সিস্টেম ও অ্যাকাউন্ট থেকে লগআউট হয়েছেন।

ব্লুস্কাইয়ে করা এক পোস্টে উইলিয়াম গ্যালো বলেন, যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, আমি সবসময় সত্যটাই বলতে চেয়েছি। যদি এটাকে কেউ হুমকি মনে করে তবে সেটাই হোক।

বিজনেস আওয়ার/ ১৬ মার্চ / হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ভয়েস অব আমেরিকার প্রায় ১৫০০ কর্মীকে ছুটিতে পাঠানো হয়েছে

পোস্ট হয়েছে : ০১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

বিজনেস আওয়ার ডেস্ক: ভয়েস অব আমেরিকার প্রায় ১৫০০ কর্মীকে শনিবার ছুটিতে পাঠানো হয়েছে। এছাড়া দুটি মার্কিন সংবাদ সংস্থার অর্থায়নও বন্ধ করে দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রায়ত্ত মূল গণমাধ্যম ও আরও ছয়টি ফেডারেল সংস্থার বাজেট কমানোর নির্দেশ দেওয়ার একদিন পরেই এই পদক্ষেপ নেওয়া হলো। খবর রয়টার্সের।

ভয়েস অব আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোভিৎজ জানিয়েছেন, তার প্রতিষ্ঠানের সাংবাদিক, প্রযোজক ও সহকারীসহ ১ হাজার ৩০০ কর্মীকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। ফলে ৫০টি ভাষায় সংবাদ প্রচারকারী এই গণমাধ্যমের কার্যক্রম বন্ধ হওয়ার পথে।

লিঙ্কডইনে দেওয়া এক পোস্টে মাইকেল আব্রামোভিৎজ বলেন, ৮৩ বছরে এই প্রথম ভয়েস অব আমেরিকার (ভিওএ) কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। এটা ভীষণ দুঃখজনক। তিনি বলেন, বিশ্বজুড়ে স্বাধীনতা ও গণতন্ত্রের লড়াইয়ে এই গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

ভয়েস অব আমেরিকার মূল সংস্থা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া (ইউএসএজিএম) পূর্ব ইউরোপের দেশগুলোর জন্য সম্প্রচারকারী রেডিও ফ্রি ইউরোপ এবং রেডিও লিবার্টির অনুদানও বাতিল করা হয়েছে। এর আওতায় রাশিয়া ও ইউক্রেনসহ বিভিন্ন দেশে সম্প্রচার বন্ধ হয়ে যাবে। একইসঙ্গে চীন ও উত্তর কোরিয়ার জন্য সম্প্রচারকারী রেডিও ফ্রি এশিয়ার অনুদানও বন্ধ করে দেওয়া হয়েছে।

ট্রাম্পের নির্দেশাবলী এমন একটি সংস্থাকে ধ্বংস করে দিচ্ছে যা কর্তৃত্ববাদী দেশগুলোর জন্য নির্ভরযোগ্য সংবাদের একটি বিরল উৎস হিসেবে কাজ করেছে।

১৯৪২ সালে নাৎসি প্রচারণার বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রতিষ্ঠিত ভয়েস অব আমেরিকা (ভিওএ) এখন প্রতি সপ্তাহে ৩৬ কোটি মানুষের কাছে বার্তা পৌঁছে দেয়। সংস্থাটির সর্বশেষ কংগ্রেস রিপোর্ট অনুসারে, ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার (ইউএসএজিএম) অধীনে প্রায় সাড়ে তিন হাজার কর্মী কাজ করেন এবং ২০২৪ সালে তাদের বাজেট ছিল ৮৮৬ মিলিয়ন ডলার।

সংস্থাটির সিওল ব্যুরোর প্রধান উইলিয়াম গ্যালো রোববার জানান, তিনি প্রতিষ্ঠানটির সব সিস্টেম ও অ্যাকাউন্ট থেকে লগআউট হয়েছেন।

ব্লুস্কাইয়ে করা এক পোস্টে উইলিয়াম গ্যালো বলেন, যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, আমি সবসময় সত্যটাই বলতে চেয়েছি। যদি এটাকে কেউ হুমকি মনে করে তবে সেটাই হোক।

বিজনেস আওয়ার/ ১৬ মার্চ / হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: