ঢাকা , সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আর্জেন্টাইন তারকার জোড়া গোলে শিরোপা লড়াইয়ে অ্যাতলেতিকো

  • পোস্ট হয়েছে : ১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • 13

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা লিগার শিরোপা হয়তো শেষ পর্যন্ত অ্যাতলেতিকো মাদ্রিদ জিততে পারবে না। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে অনেকটাই পিছিয়ে তারা। এই ব্যবধান শেষ পর্যন্ত ঘোচানো যাবে কি না সন্দেহ। তবুও, যতক্ষণ সম্ভাবনা আছে, ততক্ষণ তো লড়াই চালিয়ে যাওয়া যায়।

সে লক্ষ্যেই দিয়েগো সিমিওনের শিষ্যরা লড়াই করছে লা লিগায় এবং সে ধারাবাহিকতায় সোমবার রাতে রিয়াল ভায়াদোয়িদকে ৪-২ গোলে বিধ্বস্ত করেছে অ্যাতলেতিকো। জোড়া গোল করেছেন আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ।

এ জয়ে স্প্যানিশ লা লিগায় তৃতীয় স্থানই ধরে রেখেছে অ্যাতলেটিকো। ৩১ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৬৩। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা এবং ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। রিয়াল ভায়াদোয়িদ টেবিলের একেবারে শেষ দল। ৩১ ম্যাচে তাদের অর্জন কেবল ১৬ পয়েন্ট।

জোড়া গোলদাতা আলভারেজ ম্যাচ শেষে বলেন, ‘এই তিন পয়েন্ট ছিল খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে এভাবেই এগিয়ে যেতে হবে। পরের ম্যাচ নিয়ে (আগামী শনিবার লাস পালমাসের বিপক্ষে) এখন আমরা ভাবছি এবং ফোকাস করছি। আপাততত এটাই।’

জোড়া গোলের পর হ্যাটট্রিক করার সুযোগ ছিল আলভারেজের। কিন্তু পারলেন না। এ নিয়ে তিনি বলেন, ‘আমি আরও কিছু সুযোগ পেয়েছিলাম হ্যাটট্রিক করার। তবে, আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে, আমরা জিততে জানি। কোনো কোনো ক্ষেত্রে একটু কঠিন হয়। তবে আমরা সেই কঠিন অবস্থা কাটিয়ে উঠি।’

স্টাডিও মেট্রোপলিটানোয় শুরুতেই গোল করে এগিয়ে যায় সফরকারী ভায়াদোয়িদ। ২১তম মিনিটে পেনাল্টি কিক থেকে গোলটি করেন মামাদু সিলা। তবে অ্যাতলেতিকো গোল পেতে খুব বিলম্ব হয়নি। ২৫তম মিনিটেই পেনাল্টি পেয়ে যায় তারা। স্পট কিক নেন আলভারেজ।

২ মিনিট পর আবারও গোল। এবার গোলদাতা আরেক আর্জেন্টাইন জিউলিয়ানো সিমিওনে। ৩-১ গোলে এগিয়ে যায় অ্যাতলেতিকো। দ্বিতীয়ার্ধের ১১ মিনিট যাওয়ার পর (৫৬তম মিনিটে) একটি গোল শোধ করে দেয় ভায়াদোয়িদের জাভি সানচেজ। ৭৯তম মিনিটে অ্যাতলেতিকোর জয় নিশ্চিত করা গোলটি করেন আলেকজান্ডার সোরলথ।

বিজনেস আওয়ার/ ১৫ এপ্রিল / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আর্জেন্টাইন তারকার জোড়া গোলে শিরোপা লড়াইয়ে অ্যাতলেতিকো

পোস্ট হয়েছে : ১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা লিগার শিরোপা হয়তো শেষ পর্যন্ত অ্যাতলেতিকো মাদ্রিদ জিততে পারবে না। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে অনেকটাই পিছিয়ে তারা। এই ব্যবধান শেষ পর্যন্ত ঘোচানো যাবে কি না সন্দেহ। তবুও, যতক্ষণ সম্ভাবনা আছে, ততক্ষণ তো লড়াই চালিয়ে যাওয়া যায়।

সে লক্ষ্যেই দিয়েগো সিমিওনের শিষ্যরা লড়াই করছে লা লিগায় এবং সে ধারাবাহিকতায় সোমবার রাতে রিয়াল ভায়াদোয়িদকে ৪-২ গোলে বিধ্বস্ত করেছে অ্যাতলেতিকো। জোড়া গোল করেছেন আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ।

এ জয়ে স্প্যানিশ লা লিগায় তৃতীয় স্থানই ধরে রেখেছে অ্যাতলেটিকো। ৩১ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৬৩। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা এবং ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। রিয়াল ভায়াদোয়িদ টেবিলের একেবারে শেষ দল। ৩১ ম্যাচে তাদের অর্জন কেবল ১৬ পয়েন্ট।

জোড়া গোলদাতা আলভারেজ ম্যাচ শেষে বলেন, ‘এই তিন পয়েন্ট ছিল খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে এভাবেই এগিয়ে যেতে হবে। পরের ম্যাচ নিয়ে (আগামী শনিবার লাস পালমাসের বিপক্ষে) এখন আমরা ভাবছি এবং ফোকাস করছি। আপাততত এটাই।’

জোড়া গোলের পর হ্যাটট্রিক করার সুযোগ ছিল আলভারেজের। কিন্তু পারলেন না। এ নিয়ে তিনি বলেন, ‘আমি আরও কিছু সুযোগ পেয়েছিলাম হ্যাটট্রিক করার। তবে, আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে, আমরা জিততে জানি। কোনো কোনো ক্ষেত্রে একটু কঠিন হয়। তবে আমরা সেই কঠিন অবস্থা কাটিয়ে উঠি।’

স্টাডিও মেট্রোপলিটানোয় শুরুতেই গোল করে এগিয়ে যায় সফরকারী ভায়াদোয়িদ। ২১তম মিনিটে পেনাল্টি কিক থেকে গোলটি করেন মামাদু সিলা। তবে অ্যাতলেতিকো গোল পেতে খুব বিলম্ব হয়নি। ২৫তম মিনিটেই পেনাল্টি পেয়ে যায় তারা। স্পট কিক নেন আলভারেজ।

২ মিনিট পর আবারও গোল। এবার গোলদাতা আরেক আর্জেন্টাইন জিউলিয়ানো সিমিওনে। ৩-১ গোলে এগিয়ে যায় অ্যাতলেতিকো। দ্বিতীয়ার্ধের ১১ মিনিট যাওয়ার পর (৫৬তম মিনিটে) একটি গোল শোধ করে দেয় ভায়াদোয়িদের জাভি সানচেজ। ৭৯তম মিনিটে অ্যাতলেতিকোর জয় নিশ্চিত করা গোলটি করেন আলেকজান্ডার সোরলথ।

বিজনেস আওয়ার/ ১৫ এপ্রিল / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: