ঢাকা , মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা ইপিজেডে ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • পোস্ট হয়েছে : ৪ মিনিট আগে
  • 1

ঢাকা ইপিজেডে অবস্থিত ইউনাইটেড গ্রুপের বিদ্যুৎকেন্দ্রের গ্যাস সংযোগ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি বিচ্ছিন্ন করে দিয়েছে। দীর্ঘদিন ধরে বড় অংকের গ্যাস বিল বকেয়া থাকায় তিতাস কর্তৃপক্ষ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বলে জানা গেছে।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে বিদ্যুৎ কেন্দ্রটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।, ফলে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি (ইউপিজিডিসি) আওতায় কেন্দ্রটি পরিচালিত হয় এবং কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত।

ইপিজেডের অন্যান্য প্রতিষ্ঠানগুলো ইউপিজিডিসির উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করে থাকে। বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় ইপিজেডের সকল কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায় এবং কর্তৃপক্ষ বাধ্য হয়ে কারখানায় ছুটি ঘোষণা করে।

জানা গেছে, ইউনাইটেড গ্রুপের বকেয়া গ্যাস বিলের পরিমাণ ৪৭৮ কোটি টাকা। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বারবার বকেয়া পরিশোধের জন্য তাগাদা দিলেও ইউনাইটেড গ্রুপ কিছুরই সাড়া দেয়নি।

তারা ২০২২ সালে বকেয়া পরিশোধের জন্য উচ্চ আদালতে আবেদন করেছিল এবং আদালত কিস্তিতে পরিশোধের নির্দেশও দিয়েছিল। কিন্তু কোম্পানিটি তাও মানেনি।

ঢাকা ইপিজেডে ৮৬ মেগাওয়াটের এই বিদ্যুৎকেন্দ্রটি সরকারি বিদ্যুৎ বিক্রি করে না। ফলে এর জন্য গ্যাসের দাম বিইআরসির নিয়ম অনুযায়ী প্রতি ঘনমিটারে ৩১.৫০ টাকা। ইউনাইটেড গ্রুপ আইপিপি রেটের জন্য সরকারের কাছে আবেদন করেছিল। কিন্তু সরকার তা নাকচ করে দেয়।

প্রসঙ্গত, ইউনাইটেড গ্রুপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা পতিত আওয়ামী লীগ সরকারের সর্বোচ্চ সুবিধাভোগীদের মধ্যে অন্যতম। বিদ্যুৎ বাণিজ্যে সামিট গ্রুপের পরেই তাদের অবস্থান ছিল।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ঢাকা ইপিজেডে ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

পোস্ট হয়েছে : ৪ মিনিট আগে

ঢাকা ইপিজেডে অবস্থিত ইউনাইটেড গ্রুপের বিদ্যুৎকেন্দ্রের গ্যাস সংযোগ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি বিচ্ছিন্ন করে দিয়েছে। দীর্ঘদিন ধরে বড় অংকের গ্যাস বিল বকেয়া থাকায় তিতাস কর্তৃপক্ষ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বলে জানা গেছে।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে বিদ্যুৎ কেন্দ্রটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।, ফলে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি (ইউপিজিডিসি) আওতায় কেন্দ্রটি পরিচালিত হয় এবং কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত।

ইপিজেডের অন্যান্য প্রতিষ্ঠানগুলো ইউপিজিডিসির উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করে থাকে। বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় ইপিজেডের সকল কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায় এবং কর্তৃপক্ষ বাধ্য হয়ে কারখানায় ছুটি ঘোষণা করে।

জানা গেছে, ইউনাইটেড গ্রুপের বকেয়া গ্যাস বিলের পরিমাণ ৪৭৮ কোটি টাকা। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বারবার বকেয়া পরিশোধের জন্য তাগাদা দিলেও ইউনাইটেড গ্রুপ কিছুরই সাড়া দেয়নি।

তারা ২০২২ সালে বকেয়া পরিশোধের জন্য উচ্চ আদালতে আবেদন করেছিল এবং আদালত কিস্তিতে পরিশোধের নির্দেশও দিয়েছিল। কিন্তু কোম্পানিটি তাও মানেনি।

ঢাকা ইপিজেডে ৮৬ মেগাওয়াটের এই বিদ্যুৎকেন্দ্রটি সরকারি বিদ্যুৎ বিক্রি করে না। ফলে এর জন্য গ্যাসের দাম বিইআরসির নিয়ম অনুযায়ী প্রতি ঘনমিটারে ৩১.৫০ টাকা। ইউনাইটেড গ্রুপ আইপিপি রেটের জন্য সরকারের কাছে আবেদন করেছিল। কিন্তু সরকার তা নাকচ করে দেয়।

প্রসঙ্গত, ইউনাইটেড গ্রুপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা পতিত আওয়ামী লীগ সরকারের সর্বোচ্চ সুবিধাভোগীদের মধ্যে অন্যতম। বিদ্যুৎ বাণিজ্যে সামিট গ্রুপের পরেই তাদের অবস্থান ছিল।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: