শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০৫ প্রতিষ্ঠানের বোর্ড ও ট্রাস্টি সভা আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানগুলোর বোর্ড ও ট্রাস্টি সভায় শেয়ারহোল্ডার ও ইউনিট হোল্ডারদের জন্য ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ করা হবে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে ১৫টি ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। যেগুলো হলো-আল-আরাফা ব্যাংক, সিটি ব্যাংক, ডাচবাংলা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, পূবালী ব্যাংক, সাউথবাংলা ব্যাংক, ইউসিবি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স ও ম্যারিকো বাংলাদেশ।
অবশিষ্ট ৯০টি প্রতিষ্ঠান অর্থবছরের প্রথম ও তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইপিএস প্রকাশ করা হবে।
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: