ঢাকা , বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগে ভারতে ‘সিকিউরিটি গার্ড’ গ্রেফতার

  • পোস্ট হয়েছে : ৫ মিনিট আগে
  • 1

বিজনেস আওয়ার ডেস্ক: পাকিস্তানের কাছে ‘সংবেদনশীল তথ্য’ পাচারের অভিযোগে ভারতের হরিয়ানায় একজন নিরাপত্তারক্ষীকে (সিকিউরিটি গার্ড) গ্রেফতার করেছে পুলিশ। তাদের সন্দেহ, ওই ব্যক্তি পাকিস্তানের গুপ্তচর।

ধৃত ব্যক্তির নাম নওমান ইলাহী (২৪)। তিনি উত্তর প্রদেশের কৈরানার বাসিন্দা এবং পানিপাতে একজন বেসরকারি নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করছিলেন। বুধবার (১৪ মে) কারনাল জেলা পুলিশ সুপার (পানিপাত জেলারও দায়িত্বপ্রাপ্ত) গঙ্গা রাম পুনিয়া জানান, নওমান ইলাহী পাকিস্তানের কিছু লোকের সঙ্গে সংযুক্ত ছিলেন এবং তাদের কাছে সংবেদনশীল তথ্য সরবরাহ করছিলেন।

তদন্তের স্বার্থে ইলাহীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানায়, তার সঙ্গে পাকিস্তানে কারা যোগাযোগ রাখছিল, সে বিষয়ে বিস্তারিত এখনই প্রকাশ করা সম্ভব নয়।

গত মাসে জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা চরমে ওঠে। সীমান্তে চার দিন ধরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর গত ১০ মে দুই দেশ সমঝোতায় পৌঁছাং এবং সব ধরনের সামরিক অভিযান বন্ধের সিদ্ধান্ত নেয়।

এই ঘটনার কিছুদিন আগেই পাঞ্জাব পুলিশ গুপ্তচরবৃত্তির অভিযোগে দুজনকে গ্রেফতার করে, যাদের মধ্যে একজন নারীও ছিলেন। তাদের বিরুদ্ধে দিল্লিতে পাকিস্তান হাইকমিশনে নিযুক্ত এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের মাধ্যমে গোপন তথ্য পাচারের অভিযোগ উঠেছে।

হরিয়ানা পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি মাথায় রেখে গোটা রাজ্যে সতর্কতা জারি রয়েছে এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সূত্র: এনডিটিভি

বিজনেস আওয়ার/ ১৫ মে / হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগে ভারতে ‘সিকিউরিটি গার্ড’ গ্রেফতার

পোস্ট হয়েছে : ৬ মিনিট আগে

বিজনেস আওয়ার ডেস্ক: পাকিস্তানের কাছে ‘সংবেদনশীল তথ্য’ পাচারের অভিযোগে ভারতের হরিয়ানায় একজন নিরাপত্তারক্ষীকে (সিকিউরিটি গার্ড) গ্রেফতার করেছে পুলিশ। তাদের সন্দেহ, ওই ব্যক্তি পাকিস্তানের গুপ্তচর।

ধৃত ব্যক্তির নাম নওমান ইলাহী (২৪)। তিনি উত্তর প্রদেশের কৈরানার বাসিন্দা এবং পানিপাতে একজন বেসরকারি নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করছিলেন। বুধবার (১৪ মে) কারনাল জেলা পুলিশ সুপার (পানিপাত জেলারও দায়িত্বপ্রাপ্ত) গঙ্গা রাম পুনিয়া জানান, নওমান ইলাহী পাকিস্তানের কিছু লোকের সঙ্গে সংযুক্ত ছিলেন এবং তাদের কাছে সংবেদনশীল তথ্য সরবরাহ করছিলেন।

তদন্তের স্বার্থে ইলাহীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানায়, তার সঙ্গে পাকিস্তানে কারা যোগাযোগ রাখছিল, সে বিষয়ে বিস্তারিত এখনই প্রকাশ করা সম্ভব নয়।

গত মাসে জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা চরমে ওঠে। সীমান্তে চার দিন ধরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর গত ১০ মে দুই দেশ সমঝোতায় পৌঁছাং এবং সব ধরনের সামরিক অভিযান বন্ধের সিদ্ধান্ত নেয়।

এই ঘটনার কিছুদিন আগেই পাঞ্জাব পুলিশ গুপ্তচরবৃত্তির অভিযোগে দুজনকে গ্রেফতার করে, যাদের মধ্যে একজন নারীও ছিলেন। তাদের বিরুদ্ধে দিল্লিতে পাকিস্তান হাইকমিশনে নিযুক্ত এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের মাধ্যমে গোপন তথ্য পাচারের অভিযোগ উঠেছে।

হরিয়ানা পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি মাথায় রেখে গোটা রাজ্যে সতর্কতা জারি রয়েছে এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সূত্র: এনডিটিভি

বিজনেস আওয়ার/ ১৫ মে / হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: