ঢাকা , বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

মিশাকে মারধরের নামে ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল

  • পোস্ট হয়েছে : ১৫ মিনিট আগে
  • 3

বিনোদন ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় বুধবার (১৪ মে) রাত থেকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। বিভিন্ন গ্রুপে শেয়ার করা এ ভিডিওর ক্যাপশনে বলা হচ্ছে এটি খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগরকে মারধরের ভিডিও। এতে আরও দাবি করা হয় মিশা সওদাগর ‘মব’র আক্রমণের শিকার হয়েছেন। একদল উত্তেজিত তাকে রাস্তায় মারধর করেছেন। এ দৃশ্য দেখার জন্য উৎসুক জনতা ভিড় করেছে।

এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর মিশার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। এটি দেখে তার অনুরাগীরা চিন্তিত হয়ে পড়েন। কেউ কেউ মনে করেন, আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এ অভিনেতা। কিন্তু অভিনেতা মিশাকে মারধরের ভিডিওটি মোটেই সত্যি নয়। মিশার নাম করে ভুয়া এ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

তবেও মিশার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার ছবিটি সত্যি। জানা গেছে, এ অভিনেতা হাঁটুর অস্ত্রোপচারের জন্য যুক্তরাষ্ট্রে একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছবিটি সেই হাসপাতাল থেকে তোলা।

মিশা সওদাগার প্রায় ৯ বছর আগে ‘মিসড কল‘ নামে একটি সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন। সে সময় তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। সে সময়ে চিকিৎসা নিয়ে সুস্থও হয়ে অভিনয়েও ফিরেছিলেন তিনি। তবে আবারও সেই একই স্থানে আঘাত পান এ অভিনেতা। তাই উন্নত চিকিৎসার জন্য তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রে গিয়েছেন।

অভিনেতা জায়েদ খান মিশা সওদাগরের চিকিৎসার ব্যাপারে গণমাধ্যমকে বলেন, যুক্তরাষ্ট্রের ডালাসের একটি হাসপাতালে মিশা সওদাগরের হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন তার জন্য।

মিশা সওদাগর ২০১৬ সালে সাফি উদ্দিন সাফি নির্মিত ‘মিসড কল’ সিনেমায় অভিনয় করেছিলেন। এতে একটি গানের দৃশ্যে নাচের শুটিং করার সময় পায়ে ব্যথা পান তিনি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা অভিতার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে বলে জানান।

বিজনেস আওয়ার/ ১৫ মে / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মিশাকে মারধরের নামে ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল

পোস্ট হয়েছে : ১৫ মিনিট আগে

বিনোদন ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় বুধবার (১৪ মে) রাত থেকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। বিভিন্ন গ্রুপে শেয়ার করা এ ভিডিওর ক্যাপশনে বলা হচ্ছে এটি খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগরকে মারধরের ভিডিও। এতে আরও দাবি করা হয় মিশা সওদাগর ‘মব’র আক্রমণের শিকার হয়েছেন। একদল উত্তেজিত তাকে রাস্তায় মারধর করেছেন। এ দৃশ্য দেখার জন্য উৎসুক জনতা ভিড় করেছে।

এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর মিশার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। এটি দেখে তার অনুরাগীরা চিন্তিত হয়ে পড়েন। কেউ কেউ মনে করেন, আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এ অভিনেতা। কিন্তু অভিনেতা মিশাকে মারধরের ভিডিওটি মোটেই সত্যি নয়। মিশার নাম করে ভুয়া এ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

তবেও মিশার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার ছবিটি সত্যি। জানা গেছে, এ অভিনেতা হাঁটুর অস্ত্রোপচারের জন্য যুক্তরাষ্ট্রে একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছবিটি সেই হাসপাতাল থেকে তোলা।

মিশা সওদাগার প্রায় ৯ বছর আগে ‘মিসড কল‘ নামে একটি সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন। সে সময় তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। সে সময়ে চিকিৎসা নিয়ে সুস্থও হয়ে অভিনয়েও ফিরেছিলেন তিনি। তবে আবারও সেই একই স্থানে আঘাত পান এ অভিনেতা। তাই উন্নত চিকিৎসার জন্য তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রে গিয়েছেন।

অভিনেতা জায়েদ খান মিশা সওদাগরের চিকিৎসার ব্যাপারে গণমাধ্যমকে বলেন, যুক্তরাষ্ট্রের ডালাসের একটি হাসপাতালে মিশা সওদাগরের হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন তার জন্য।

মিশা সওদাগর ২০১৬ সালে সাফি উদ্দিন সাফি নির্মিত ‘মিসড কল’ সিনেমায় অভিনয় করেছিলেন। এতে একটি গানের দৃশ্যে নাচের শুটিং করার সময় পায়ে ব্যথা পান তিনি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা অভিতার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে বলে জানান।

বিজনেস আওয়ার/ ১৫ মে / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: