স্পোর্টস ডেস্ক : বিসিবি আয়োজিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি সামনে রেখে সোমবার (৯ নভেম্বর) সকালে ফিটনেস টেস্ট দিতে মিরপুর শের-ই-বাংলা এসেছিলেন সাকিব আল হাসান। কিন্তু এদিন তিনি ফিটনেস টেস্ট দেননি।
তাঁর ফিটনেস টেস্ট আগামী বুধবার নেয়া হবে। সংবাদ মাধ্যমকে এ তথ্য দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিটনেস ট্রেনার তুষার কান্তি হাওলাদার।
তিনি বলেন, যাদের সঙ্গে সাকিবের বিপ টেস্ট হওয়ার কথা, তাদের কারও কোভিড পরীক্ষা করানো হয়নি। এছাড়াও সে দীর্ঘদিন পর ফিরেছে। ফিজিও-ট্রেনাররা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন। এজন্যও বুধবার হতে পারে তার ফিটনেস টেস্ট।
উল্লেখ্য, বিসিবি’র ব্যবস্থাপনায় আয়োজিত দুই দিনের এই ফিটনেস টেস্টে সাকিবসহ অংশ নিচ্ছেন ১১৩ ক্রিকেটার। মঙ্গলবার ফিটনেস টেস্টের দ্বিতীয় ও শেষ দিন।
বিজনেস আওয়ার/০৯ নভেম্বর, ২০২০/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: