ঢাকা , বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আবুধাবিফেরত তিন যাত্রীর কাছে মিললো ১৫ লাখ টাকার অবৈধ পণ্য

  • পোস্ট হয়েছে : ৪ ঘন্টা আগে
  • 4

বিজনেস আওয়ার প্রতিবেদক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা তিন যাত্রীর কাছ থেকে মিললো ১৫ লাখ টাকার অবৈধ পণ্য। বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ওই তিন যাত্রীকে আটক করে ব্যাগেজ তল্লাশি চালিয়ে এসব পণ্য পাওয়া যায়।

আটক পণ্যের মধ্যে রয়েছে দুই হাজার ৫০০ পিস আমদানি নিষিদ্ধ ক্রিম, ১০০ কার্টন মন্ড সিগারেট, সাতটি মোবাইল সেট ও একটি ল্যাপটপ। আটক তিন যাত্রী হলেন- মো. রিপন, মো. মজিবুর রহমান ও মো. তাজুল ইসলাম। তাদের তিনজনের বাড়ি ফেনী জেলায়।

বিষয়টি  নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগের দায়িত্বে থাকা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

তিনি বলেন, আটক পণ্যের বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৯০ হাজার টাকা। আটক তিন যাত্রীর কাছ থেকে প্রথমবারের মতো অবৈধ পণ্য উদ্ধার হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

হয়রানি, চোরাচালান ও রাজস্ব ফাঁকিরোধে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সতর্ক এবং এ নজরদারি ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শাহ আমানত বিমানবন্দর সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টা ৪০ মিনিটে আবুধাবি থেকে শাহ আমানত বিমানন্দরে আসে ফ্লাই অ্যারাবিয়ার ‘৩এল৬১(+১)’ ফ্লাইটটি। রাত ৯টা ২০ মিনিটের দিকে তিন যাত্রী বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের চ্যালেঞ্জ করে বিমানবন্দর এনএসআই টিম, বিমানবন্দর কাস্টমস, এভসেক ও বিমানবাহিনী টাস্কফোর্স। এসময় তাদের কাছে এসব পণ্য পাওয়া যায়।

বিজনেস আওয়ার/ ১০ জুলাই / রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আবুধাবিফেরত তিন যাত্রীর কাছে মিললো ১৫ লাখ টাকার অবৈধ পণ্য

পোস্ট হয়েছে : ৪ ঘন্টা আগে

বিজনেস আওয়ার প্রতিবেদক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা তিন যাত্রীর কাছ থেকে মিললো ১৫ লাখ টাকার অবৈধ পণ্য। বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ওই তিন যাত্রীকে আটক করে ব্যাগেজ তল্লাশি চালিয়ে এসব পণ্য পাওয়া যায়।

আটক পণ্যের মধ্যে রয়েছে দুই হাজার ৫০০ পিস আমদানি নিষিদ্ধ ক্রিম, ১০০ কার্টন মন্ড সিগারেট, সাতটি মোবাইল সেট ও একটি ল্যাপটপ। আটক তিন যাত্রী হলেন- মো. রিপন, মো. মজিবুর রহমান ও মো. তাজুল ইসলাম। তাদের তিনজনের বাড়ি ফেনী জেলায়।

বিষয়টি  নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগের দায়িত্বে থাকা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

তিনি বলেন, আটক পণ্যের বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৯০ হাজার টাকা। আটক তিন যাত্রীর কাছ থেকে প্রথমবারের মতো অবৈধ পণ্য উদ্ধার হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

হয়রানি, চোরাচালান ও রাজস্ব ফাঁকিরোধে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সতর্ক এবং এ নজরদারি ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শাহ আমানত বিমানবন্দর সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টা ৪০ মিনিটে আবুধাবি থেকে শাহ আমানত বিমানন্দরে আসে ফ্লাই অ্যারাবিয়ার ‘৩এল৬১(+১)’ ফ্লাইটটি। রাত ৯টা ২০ মিনিটের দিকে তিন যাত্রী বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের চ্যালেঞ্জ করে বিমানবন্দর এনএসআই টিম, বিমানবন্দর কাস্টমস, এভসেক ও বিমানবাহিনী টাস্কফোর্স। এসময় তাদের কাছে এসব পণ্য পাওয়া যায়।

বিজনেস আওয়ার/ ১০ জুলাই / রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: