স্পোর্টস ডেস্ক: গ্লোবাল সুপার লিগে আবারও ব্যর্থ হলেন সাকিব আল হাসান। টানা দ্বিতীয় হারের তিক্ত স্বাদ পেল তার দল দুবাই ক্যাপিটালস। আজ সোমবার বাংলাদেশ সময় ভোরে খেলতে নেমে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে ৫৭ রানে হেরেছে দুবাই। ব্যাট হাতে ৫ বলে ৪ রান আর বল হাতে ৪ ওভার বোলিং করে উইকেটশূন্য ছিলেন সাকিব।
আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৮ রান করে গায়ানা। জবাবে ব্যাট করতে নেমে দুবাই ক্যাপিটালস অলআউট হয় মাত্র ৮১ রানে, ১৮.৪ ওভারে।
১৩৯ রানের লক্ষ্য তাড়ায় ৩৬ রানে ৩ উইকেট হারায় দুবাই। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ইংলিশ স্পিনার মঈন আলির বলে বোল্ড হন সাকিব। দুবাইয়ের হয়ে সর্বোচ্চ ২৬ রান (১৮ বলে) করেন নিরোশান ডিকওয়ালা। ওপেনার সিদিকুল্লাহ আতাল ২৫ রান করেন (১৫ বলে)। এর আগে গায়ানার হয়ে ৪০ রান করেন মঈন আলি। শারফেন রাদারফোর্ড করেন ৩৩ রান।
চলতি টুর্নামেন্টে দারুণ শুরু করেছিল সাকিবের দুবাই। উদ্বোধনী ম্যাচে সেন্ট্রাল ডিস্ট্রিকসকে ২২ রানে হারিয়েছিল তারা। অপরাজিত ৫৮ রানের সঙ্গে ৪ উইকেট শিকার করে ম্যাচের সেরা পারফরমার ছিলেন সাকিব।
দ্বিতীয় ম্যাচেই মুদ্রার উল্টো পিঠ দেখেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। ওই ম্যাচে হোবার্ট হ্যারিকেন্সের কাছে ৭ উইকেটের হারে ব্যাট হাতে ১০ বলে ৭ আর বল হাতে ছিলেন উইকেটশূন্য।
বিজনেস আওয়ার/ ১৪ জুলাই / রানা