ঢাকা , রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনিবার্য কারণে আয়ারল্যান্ডের পাকিস্তান সফর স্থগিত

  • পোস্ট হয়েছে : ৬ মিনিট আগে
  • 1

স্পোর্টস ডেস্ক: আগামী সেপ্টেম্বর-অক্টোবরে সমান তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলতে পাকিস্তানে আসার কথা ছিল আয়ারল্যান্ডের। কিন্তু সাদা বলের সিরিজটি আপাতত হচ্ছে না। সূচিজনিত জটিলতার কারণে সীমিত ওভারের দ্বিপক্ষীয় লড়াই ২০২৭ সাল পর্যন্ত স্থগিত করেছে উভয় দেশের ক্রিকেট বোর্ড।

শুরুতে আশা করা হয়েছিল, সিরিজটি মৌসুমের শেষ দিকে অনুষ্ঠিত হবে। তবে ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট জানিয়েছে, এই সিরিজ একবারে সরিয়ে আগামী মৌসুমে নেওয়া হচ্ছে। দুই বোর্ডই ২০২৭ সালে বিকল্প সূচিতে তা আয়োজনের চেষ্টা করছে।

সব কিছু ঠিক থাকলে এটিই হতো আয়ারল্যান্ড পুরুষ দলের প্রথম পাকিস্তান সফর, যা প্রাথমিকভাবে ঘোষণা করা হয় ২০২৪ সালের মে মাসে। তখন সিরিজটি মৌসুমের শুরুর দিকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রকাশিত মৌসুমের আনুষ্ঠানিক সূচিতে এটি সেপ্টেম্বর-অক্টোবরে নির্ধারণ করা হয়। এই মুহূর্তে পিসিবির ওয়েবসাইটে সেটাই আনুষ্ঠানিক সূচি হিসেবে রয়েছে।

বর্তমানে পাকিস্তান দল অনেক ব্যস্ত সময় পার করছে। বাংলাদেশ সফর শেষ করে সমান তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে এখন ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছেন সালমান আলি আগা ও শহিন শাহ আফ্রিদিরা। ক্যারিবিয়ান সফর সমাপ্ত করে চলতি মাসের শেষে সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান।

এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো, আগামী সেপ্টেম্বরেই রয়েছে এশিয়া কাপ। ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে কিছু্টা অনিশ্চয়তা তৈরি হলেও শেষ পর্যন্ত আঞ্চলিক টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

সূচি অনুসারে, আগামী ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপের এবারের আসর। এর ঠিক পরেই অক্টোবরে পাকিস্তান সফরে আসবে দক্ষিণ আফ্রিকা, খেলবে দুটি টেস্ট। যে কারণে আয়ারল্যান্ড সিরিজের জন্য সূচি নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে পিসিবির পক্ষে।

পিসিবি ক্রিকইনফোকে জানিয়েছে, ‘আমরা দুই মৌসুমে ম্যাচের ভারসাম্য ও পরিকল্পনা ভালোভাবে ছড়িয়ে দিতে চেয়েছি। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে আমাদের অনেক ম্যাচ রয়েছে, তাই সিরিজটি পরে নেওয়াই যৌক্তিক মনে হয়েছে।’

অবশ্য এই সময় আয়ারল্যান্ডের কোনো বড় ম্যাচ নেই। ক্রিকইনফো জানিয়েছে, সিরিজটি স্থগিত করার সিদ্ধান্ত উভয় বোর্ডের সম্মতিতেই হয়েছে।

আওয়ার/ ০৩ আগস্ট / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

অনিবার্য কারণে আয়ারল্যান্ডের পাকিস্তান সফর স্থগিত

পোস্ট হয়েছে : ৬ মিনিট আগে

স্পোর্টস ডেস্ক: আগামী সেপ্টেম্বর-অক্টোবরে সমান তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলতে পাকিস্তানে আসার কথা ছিল আয়ারল্যান্ডের। কিন্তু সাদা বলের সিরিজটি আপাতত হচ্ছে না। সূচিজনিত জটিলতার কারণে সীমিত ওভারের দ্বিপক্ষীয় লড়াই ২০২৭ সাল পর্যন্ত স্থগিত করেছে উভয় দেশের ক্রিকেট বোর্ড।

শুরুতে আশা করা হয়েছিল, সিরিজটি মৌসুমের শেষ দিকে অনুষ্ঠিত হবে। তবে ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট জানিয়েছে, এই সিরিজ একবারে সরিয়ে আগামী মৌসুমে নেওয়া হচ্ছে। দুই বোর্ডই ২০২৭ সালে বিকল্প সূচিতে তা আয়োজনের চেষ্টা করছে।

সব কিছু ঠিক থাকলে এটিই হতো আয়ারল্যান্ড পুরুষ দলের প্রথম পাকিস্তান সফর, যা প্রাথমিকভাবে ঘোষণা করা হয় ২০২৪ সালের মে মাসে। তখন সিরিজটি মৌসুমের শুরুর দিকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রকাশিত মৌসুমের আনুষ্ঠানিক সূচিতে এটি সেপ্টেম্বর-অক্টোবরে নির্ধারণ করা হয়। এই মুহূর্তে পিসিবির ওয়েবসাইটে সেটাই আনুষ্ঠানিক সূচি হিসেবে রয়েছে।

বর্তমানে পাকিস্তান দল অনেক ব্যস্ত সময় পার করছে। বাংলাদেশ সফর শেষ করে সমান তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে এখন ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছেন সালমান আলি আগা ও শহিন শাহ আফ্রিদিরা। ক্যারিবিয়ান সফর সমাপ্ত করে চলতি মাসের শেষে সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান।

এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো, আগামী সেপ্টেম্বরেই রয়েছে এশিয়া কাপ। ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে কিছু্টা অনিশ্চয়তা তৈরি হলেও শেষ পর্যন্ত আঞ্চলিক টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

সূচি অনুসারে, আগামী ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপের এবারের আসর। এর ঠিক পরেই অক্টোবরে পাকিস্তান সফরে আসবে দক্ষিণ আফ্রিকা, খেলবে দুটি টেস্ট। যে কারণে আয়ারল্যান্ড সিরিজের জন্য সূচি নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে পিসিবির পক্ষে।

পিসিবি ক্রিকইনফোকে জানিয়েছে, ‘আমরা দুই মৌসুমে ম্যাচের ভারসাম্য ও পরিকল্পনা ভালোভাবে ছড়িয়ে দিতে চেয়েছি। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে আমাদের অনেক ম্যাচ রয়েছে, তাই সিরিজটি পরে নেওয়াই যৌক্তিক মনে হয়েছে।’

অবশ্য এই সময় আয়ারল্যান্ডের কোনো বড় ম্যাচ নেই। ক্রিকইনফো জানিয়েছে, সিরিজটি স্থগিত করার সিদ্ধান্ত উভয় বোর্ডের সম্মতিতেই হয়েছে।

আওয়ার/ ০৩ আগস্ট / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: