বিজনেস আওয়ার প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রহিমা ফুড করপোরেশন লিমিটেডের প্রয়াত পরিচালক ফজলুর রহমানের ১৬ লাখ ৩০ হাজার ৫২টি শেয়ার তার পাঁচ উত্তরাধিকারের মধ্যে হস্তান্তর করা হবে। তিনি ২০২৩ সালের ২৫ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মাধ্যমে কোম্পানি এ তথ্য জানিয়েছে।আদালতের উত্তরাধিকার সনদ অনুযায়ী, শেয়ারগুলো পাঁচজনের মধ্যে বণ্টন করা হবে। এর মধ্যে কোম্পানির পরিচালক হামিদা রহমান পাবেন ২ লাখ ৩ হাজার ৭৫৭টি শেয়ার, পরিচালক মো. হাসান পাবেন ৫ লাখ ৭০ হাজার ৫১৮টি, পরিচালক ফারজানা রহমান ২ লাখ ৮৫ হাজার ২৫৯টি, নমিনি পরিচালক শাম্পা রহমান ২ লাখ ৮৫ হাজার ২৫৯টি এবং সাধারণ বিনিয়োগকারী রাজিয়া সুলতানা ২ লাখ ৮৫ হাজার ২৫৯টি শেয়ার পাবেন।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) রহিমা ফুডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২৬ পয়সা, যা আগের বছরের ৮৩ পয়সার তুলনায় কম। ৩০ মার্চ ২০২৫ শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ১৯ পয়সায়।
গত বছর ২০২৪ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করা হয়েছে। ওই বছর ইপিএস হয়েছে ১ টাকা ৭ পয়সা। যা আগের বছর ছিল ১ টাকা ৩ পয়সা।
রহিমা ফুডের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২০ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ৭৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ২ কোটি ২০০। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩৭.৩৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬.২৯ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৩.৭৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫২.৫৮ শতাংশ শেয়ার রয়েছে।
বিজনেস আওয়ার/ ২২ আগস্ট / এ এইচ