ঢাকা , মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ১৩ লাখ ছাড়াল

  • পোস্ট হয়েছে : ১১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
  • 102

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। সেই সাথে বেড়েছে মৃতের সংখ্যাও। তবে সুস্থ্য হওয়ার সংখ্যাও বাড়ছে। করোনায় আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৩৭ লাখ। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৩ লাখ। এ পর্যন্ত সেরে উঠেছেন ৩ কোটি ৭৫ লাখের বেশি মানুষ।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১০ লাখ ৬৪ হাজার ৩৬৪ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৪৯ হাজার ৯৭৫ জনের।

মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৪৯৬ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯৪৬ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭৮ লাখ ৬৪ হাজার ৮১১ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ১৮ হাজার ৫৩৪ জনের।

ইউরোপের দেশ যুক্তরাজ্য মৃত্যু বিবেচনায় রয়েছে ৪র্থ স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান ৭তম। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ১৭ হাজার ৪৯৬জন এবং মৃত্যু হয়েছে ৫১ হাজার ৩০৪ জনের।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৭টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আর বাংলাদেশে শুক্রবার ৪ লাখ ২৮ হাজার ৯৬৫ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ হাজার ১৫৯ জনের। আর এ ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৪৬ হাজার ৩৮৭ জন।

বিজনেস আওয়ার/১৪ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সর্বাধিক পঠিত

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ১৩ লাখ ছাড়াল

পোস্ট হয়েছে : ১১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। সেই সাথে বেড়েছে মৃতের সংখ্যাও। তবে সুস্থ্য হওয়ার সংখ্যাও বাড়ছে। করোনায় আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৩৭ লাখ। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৩ লাখ। এ পর্যন্ত সেরে উঠেছেন ৩ কোটি ৭৫ লাখের বেশি মানুষ।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১০ লাখ ৬৪ হাজার ৩৬৪ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৪৯ হাজার ৯৭৫ জনের।

মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৪৯৬ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯৪৬ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭৮ লাখ ৬৪ হাজার ৮১১ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ১৮ হাজার ৫৩৪ জনের।

ইউরোপের দেশ যুক্তরাজ্য মৃত্যু বিবেচনায় রয়েছে ৪র্থ স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান ৭তম। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ১৭ হাজার ৪৯৬জন এবং মৃত্যু হয়েছে ৫১ হাজার ৩০৪ জনের।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৭টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আর বাংলাদেশে শুক্রবার ৪ লাখ ২৮ হাজার ৯৬৫ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ হাজার ১৫৯ জনের। আর এ ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৪৬ হাজার ৩৮৭ জন।

বিজনেস আওয়ার/১৪ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: